শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিইএস ২০২৬

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম

শেয়ার করুন:

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
সিইএস ২০২৬: স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল প্রযুক্তি প্রদর্শন করেছে। সিইএস (কনজিউমার ইলেক্ট্রনিক্স শো) হলো বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী, যেখানে বৈশ্বিক প্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানগুলো তাদের নতুন উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রযুক্তি তুলে ধরে। এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি, যা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও ব্যবহারকারীদের সংযুক্ত থাকতে সহায়তা করবে।

এই স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্মার্টফোনকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ভয়েস কল ও টেক্সট মেসেজ পাঠানোর সুযোগ দেয়। ফলে দুর্গম এলাকা, ভ্রমণপথ বা জরুরি পরিস্থিতিতে—যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা সম্পূর্ণ বন্ধ—সেখানেও যোগাযোগ সম্ভব হবে। প্রযুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্ক ও স্যাটেলাইট সংযোগের মধ্যে পরিবর্তন করতে পারে, ব্যবহারকারীকে আলাদা করে কোনো সেটিং চালু করতে হয় না।


বিজ্ঞাপন


ইনফিনিক্স জানিয়েছে, এই প্রযুক্তি দুই দিকের ভয়েস কল ও সাধারণ বার্তা আদান-প্রদান সমর্থন করে। স্পিকার মোড বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেও কল করা যাবে। প্রাকৃতিক দুর্যোগ, গ্রামাঞ্চলের সংযোগ সমস্যা এবং আউটডোর ব্যবহারের মতো বাস্তব পরিস্থিতিকে সামনে রেখেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে—যা বাংলাদেশের অনেক অঞ্চলের জন্য প্রাসঙ্গিক।

ইনফিনিক্স আরও জানিয়েছে, তাদের আসন্ন নোট ৬০ সিরিজের স্মার্টফোনগুলোতে এই স্যাটেলাইট যোগাযোগ সুবিধা যুক্ত করা হবে। এই সিরিজের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্নত সংযোগ প্রযুক্তি আরও সহজলভ্য হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: এই ৩ কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস ফোনের চাহিদা বেড়েছে

স্যাটেলাইট যোগাযোগের পাশাপাশি, সিইএস ২০২৬-এ ইনফিনিক্স আরও কিছু নতুন প্রযুক্তি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে একটি নতুন লিকুইড কুলিং সিস্টেম, যা গেমিং, ভিডিও স্ট্রিমিং বা এআই-ভিত্তিক ভারী ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। পাশাপাশি, মডুলার এআই অ্যাকসেসরি সিস্টেম প্রদর্শন করা হয়েছে, যার মাধ্যমে কনটেন্ট তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অতিরিক্ত ব্যাটারি সাপোর্টের জন্য বিভিন্ন অ্যাকসেসরি যুক্ত করা যাবে।


বিজ্ঞাপন


ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতার ক্ষেত্রে ইনফিনিক্স তাদের অ্যাকটিভ ভিজ্যুয়াল ব্যাকপ্লেট প্রযুক্তি তুলে ধরেছে, যা অতিরিক্ত ব্যাটারি খরচ ছাড়াই স্মার্টফোনের পেছনে হালকা ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করতে সক্ষম। পাশাপাশি, গেমিংয়ের জন্য একটি ওয়্যারলেস ম্যাগনেটিক কন্ট্রোলারসহ বিভিন্ন অ্যাকসেসরিও প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিকভাবে ইনফিনিক্স এই উদ্ভাবনগুলোকে “অলওয়েজ-অন কানেক্টিভিটি” যুগের দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে, যেখানে স্মার্টফোন আর শুধু নেটওয়ার্কের ওপর নির্ভরশীল থাকবে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো স্পেস–এয়ার–গ্রাউন্ড সংযোগ ব্যবস্থা গড়ে তোলা, যাতে স্যাটেলাইট ও মোবাইল প্রযুক্তির সমন্বয়ে আরও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর