মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফোন, ল্যাপটপ বিক্রি কিংবা সারতে দেওয়ার আগে এই কাজ করতে ভুলবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম

শেয়ার করুন:

ফোন, ল্যাপটপ বিক্রি কিংবা সারতে দেওয়ার আগে এই কাজ করতে ভুলবেন না
ফোন, ল্যাপটপ বিক্রি কিংবা সারতে দেওয়ার আগে এই কাজ করতে ভুলবেন না

বর্তমান যুগে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের ভাণ্ডার। অনেক সময় ডিভাইস পুরনো হলে আমরা তা বিক্রি করে দেই কিংবা কারিগরি ত্রুটির কারণে মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠাই। কিন্তু অন্যের হাতে শখের গ্যাজেটটি তুলে দেওয়ার আগে আপনি কি নিশ্চিত যে আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার তথ্য নিরাপদ আছে? সামান্য অসাবধানতায় আপনার মূল্যবান তথ্য চলে যেতে পারে হ্যাকার বা অসাধু ব্যক্তিদের হাতে, যা পরবর্তী সময়ে ব্ল্যাকমেলের কারণ হতে পারে। তাই ডিভাইস হাতবদলের আগে নিচের নিরাপত্তা ধাপগুলো অবশ্যই অনুসরণ করুন।

ডেটা এনক্রিপশন ও বারবার ফ্যাক্টরি রিসেট


বিজ্ঞাপন


ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলার সবচেয়ে কার্যকর উপায় হলো 'ফ্যাক্টরি রিসেট'। তবে রিসেট করার আগে অবশ্যই ডিভাইসের হার্ড ড্রাইভ 'এনক্রিপ্ট' করে নিন। এতে ডেটা পুরোপুরি সুরক্ষিত হবে। 

আরও পড়ুন: ব্যবহারকারী বিপদে পড়লে প্রিয়জনদের লোকেশন জানাবে স্মার্টফোন

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডিভাইসটি একবার নয়, বরং একাধিকবার ফ্যাক্টরি রিসেট করতে যাতে কোনো অবশিষ্টাংশ থেকে না যায়। প্রয়োজনে নির্ভরযোগ্য 'ডেটা ওয়াইপ' সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

ম্যানুয়ালি ফাইল ডিলিট ও ব্যাকআপ


বিজ্ঞাপন


ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো অন্য কোথাও ব্যাকআপ বা কপি করে নিন। এরপর ফাইলগুলো একটি একটি করে ম্যানুয়ালি ডিলিট করুন। বিশেষ করে ব্যক্তিগত ছবি, ভিডিও এবং অনলাইন লেনদেন বা ট্রানজ্যাকশন সংক্রান্ত কোনো স্ক্রিনশট বা পিডিএফ ফাইল রয়ে গেল কি না, তা ভালো করে যাচাই করে নিন।

l-intro-1764361069

অ্যাকাউন্ট লগ-আউট ও পাসওয়ার্ড ডিলিট করুন

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা অনলাইন ওয়ালেটের মতো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো থেকে অবশ্যই লগ-আউট করুন। অনেক সময় আমরা ব্রাউজারে 'অটো সেভ পাসওয়ার্ড' অপশন চালু রাখি; ফ্যাক্টরি রিসেটের আগে ব্রাউজারের হিস্ট্রি এবং সেভ করা পাসওয়ার্ডগুলো মুছে ফেলতে ভুলবেন না।

আইওটি (IoT) সংযোগ বিচ্ছিন্ন করা

আমরা অনেকেই স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে ঘরের এসি, ক্যামেরা বা স্মার্ট লাইটের মতো আইওটি ডিভাইস নিয়ন্ত্রণ করি। ডিভাইসটি অন্যের হাতে দেওয়ার আগে এই সংযোগগুলো (লিঙ্কড ডিভাইস) বিচ্ছিন্ন করে নিন এবং আপনার নতুন ডিভাইসের সাথে পুনরায় সংযুক্ত করুন।

পেশাদার টুল দিয়ে যাচাই

আপনার মুছে ফেলা ডেটা সত্যিই চিরতরে ডিলিট হয়েছে কি না, তা নিশ্চিত করতে কোনো প্রফেশনাল টুল ব্যবহার করে ভেরিফাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আজকের সামান্য সচেতনতা আপনাকে ভবিষ্যতের বড় কোনো সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর