মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গ্যালাক্সি এস২৬: দাম না কি ফিচার, কোন দিকে ঝুঁকছে স্যামসাং?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

গ্যালাক্সি এস২৬: দাম না কি ফিচার, কোন দিকে ঝুঁকছে স্যামসাং?
গ্যালাক্সি এস২৬: দাম না কি ফিচার, কোন দিকে ঝুঁকছে স্যামসাং?

নতুন বছর ২০২৬-এ স্মার্টফোনের বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তাদের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজ ‘গ্যালাক্সি এস২৬’ (Galaxy S26) নিয়ে একদিকে যেমন উন্মাদনা রয়েছে, অন্যদিকে দাম এবং হার্ডওয়্যার নিয়ে কোম্পানিটি নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে বিশ্ববাজারে যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এখন স্যামসাংয়ের জন্য বড় চ্যালেঞ্জ।

ফেব্রুয়ারির শেষে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ


বিজ্ঞাপন


ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে গ্যালাক্সি এস২৬ সিরিজ উন্মোচন করা হতে পারে। সাধারণত বছরের শুরুর দিকে লঞ্চ ইভেন্ট হলেও এবার কিছুটা বিলম্ব হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সিরিজে বরাবরের মতো তিনটি মডেল থাকতে পারে— গ্যালাক্সি এস২৬ (রেগুলার), এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রা। তবে 'এস২৬ এজ' মডেলটি আসার সম্ভাবনা নেই বললেই চলে।

g5xa9K4Kuhr3KnGpa4CCof

দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা

বর্তমানে বাজারে র‍্যামের (RAM) তীব্র সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফোনগুলোর দাম আগের চেয়ে অনেকটা বাড়তে পারে। আগে শোনা গিয়েছিল স্যামসাং দাম অপরিবর্তিত রাখবে, কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন বলছে, নতুন হার্ডওয়্যার এবং উন্নত ফিচারের সমন্বয় করতে গিয়ে দাম বাড়ানো ছাড়া কোম্পানির সামনে আর কোনো পথ নেই। বিশেষ করে অ্যাপলের প্রিমিয়াম আইফোনের দাপট মোকাবিলায় স্যামসাংকে তাদের মূল্য নির্ধারণ কৌশলে বড় পরিবর্তন আনতে হচ্ছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অপো দুই ডিসপ্লের ফোল্ডিং ফোন আনছে

ফোল্ডেবল ফোনে নতুন চমক: অ্যাপল বনাম স্যামসাং

২০২৬ সালে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোনের বাজারে বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আগামী বছর অ্যাপলের প্রথম ‘আইফোন ফোল্ড’ বাজারে আসার গুঞ্জন রয়েছে। অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং তাদের ‘গ্যালাক্সি ফোল্ড ৮’ সিরিজের পাশাপাশি আরও একটি সম্পূর্ণ নতুন ঘরানার ফোল্ডেবল ফোন আনার পরিকল্পনা করছে।

maxresdefault

চওড়া ডিসপ্লের নতুন ফোল্ডেবল ফোন

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম 'ইটি নিউজ' (ETNews)-এর প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং একটি বিশেষ 'চওড়া ডিসপ্লে' বা প্রশস্ত পর্দার ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে। আইফোন ফোল্ড বাজারে আসার পরপরই এটি উন্মোচন করা হতে পারে। মূলত উচ্চ মুনাফা অর্জন এবং ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতেই স্যামসাং এই বহুমুখী কৌশল গ্রহণ করছে।

সব মিলিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালটি স্যামসাংয়ের জন্য টিকে থাকা এবং উদ্ভাবনের এক অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর