মিড-প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন চমক নিয়ে এল জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৬ প্রো ৫জি (Realme 16 Pro 5G) সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি শক্তিশালী স্মার্টফোন— রিয়েলমি ১৬ প্রো ৫জি এবং রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি। দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি এবং উন্নত ডিসপ্লের সমন্বয়ে এই ফোনগুলো গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
দাম ও প্রাপ্যতা
বিজ্ঞাপন
রিয়েলমি ১৬ প্রো ৫জি-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৩১,৯৯৯ রুপি। এর উচ্চতর ভ্যারিয়েন্টগুলোর দাম যথাক্রমে ৩৩,৯৯৯ ও ৩৬,৯৯৯ রুপি।
অন্যদিকে, প্রিমিয়াম ফিচারে ঠাসা রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি-এর দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ রুপি থেকে। এর টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ রুপি। আগামিকাল ৯ জানুয়ারি থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনগুলো বিক্রির জন্য পাওয়া যাবে। কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারে মিলবে তাৎক্ষণিক ছাড়ের সুবিধাও।
নজরকাড়া ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে: রিয়েলমি ১৬ প্রো প্লাস মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চির বিশাল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। অন্যদিকে, প্রো মডেলে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনের স্ক্রিনই বেশ উজ্জ্বল, ফলে কড়া রোদেও ব্যবহারে কোনো সমস্যা হবে না।
বিজ্ঞাপন
পারফরম্যান্স ও প্রসেসর: উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে প্রো প্লাস মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা গেমিংয়ের জন্য অত্যন্ত কার্যকর। আর প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ম্যাক্স প্রসেসর, যা দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ে দারুণ গতি দেবে।
আরও পড়ুন: ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্সের ফোন
ক্যামেরা: এই সিরিজের মূল আকর্ষণ হলো এর ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে এতে রয়েছে উন্নত সেন্সর। প্রো প্লাস মডেলে ৪-কে (4K) ভিডিও রেকর্ডিং এবং উন্নত আল্ট্রা-ওয়াইড ক্যামেরার সুবিধাও রয়েছে। সেলফি প্রেমীদের জন্য দুই ফোনেই থাকছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং: দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চিয়তা দিতে উভয় ফোনেই দেওয়া হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের (mAh) বিশাল 'টাইটান' ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
ডিজাইন ও কানেক্টিভিটি: রিয়েলমি ১৬ প্রো প্লাস মডেলটি ওজনে ২০৩ গ্রাম এবং এর পুরুত্ব ৮.৪৯ মিলিমিটার। তুলনায় প্রো মডেলটি কিছুটা হালকা (১৯২ গ্রাম) ও পাতলা (৭.৮ মিমি)। কানেক্টিভিটির জন্য এতে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে।
আধুনিক ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন যারা খুঁজছেন, তাদের জন্য রিয়েলমি ১৬ প্রো ৫জি সিরিজটি একটি আদর্শ পছন্দ হতে পারে।
এজেড

