বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

২০২৬ সালের শুরুতেই স্মার্টফোনের ঝড়! বাজার কাঁপাবে যেসব মডেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

২০২৬ সালের শুরুতেই স্মার্টফোনের ঝড়!  বাজার কাঁপাবে যেসব মডেল
২০২৬ সালের শুরুতেই স্মার্টফোনের ঝড়! ওয়ানপ্লাস থেকে অপো— বাজার কাঁপাবে যেসব নতুন ফোন।

২০২৫ সালের ব্যস্ততা কাটিয়ে ২০২৬ সালের শুরুটাও হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ রোমাঞ্চকর। বছরের প্রথম মাসেই ওয়ানপ্লাস, রেডমি, রিয়েলমি, অপো এবং অনারের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি এবং সর্বশেষ অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সমন্বয়ে এই ফোনগুলো স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

ওয়ানপ্লাস টার্বো ৬ ও ৬ভি: থাকছে ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি


বিজ্ঞাপন


নতুন বছরের শুরুতেই ওয়ানপ্লাস নিয়ে আসছে তাদের টার্বো ৬ এবং ৬ভি মডেল। এই সিরিজটির প্রধান চমক হলো এতে থাকা ৯০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) বিশাল ব্যাটারি। ফোনটিতে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চির ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। গতির জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট এবং ১৬ জিবি পর্যন্ত র‍্যাম।

tubr

রেডমি নোট ১৫: মধ্যবিত্তের বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতা

জানুয়ারিতেই ভারতের বাজারে আসছে রেডমি নোট ১৫। এতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। ধুলো ও পানি নিরোধক হিসেবে এতে আইপি৬৬ রেটিং রয়েছে। ফটোগ্রাফির জন্য পেছনে থাকছে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী প্রধান ক্যামেরা এবং ৫,৫২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শাওমি ১৭ আল্ট্রা বনাম ভিভো এক্স৩০০ প্রো: সেরা স্মার্টফোন কোনটি?

রিয়েলমি ১৬ প্রো সিরিজ: কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া

রিয়েলমি বাজারে আনছে ১৬ প্রো এবং ১৬ প্রো প্লাস মডেল। গ্লাসের ওপর ম্যাট ফিনিশ নকশায় তৈরি এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭। এই ফোনের বিশেষ আকর্ষণ হলো ‘এআই এডিট জিনি ২.০’, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি তৈরি ও সম্পাদনায় সাহায্য করবে। কোম্পানিটি এতে ৩ বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং ৪ বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

honor_power_2

অনার পাওয়ার ২: ব্যাটারি প্রযুক্তিতে নতুন রেকর্ড

অনার নিয়ে আসছে তাদের ‘পাওয়ার ২’ মডেল, যার মূল আকর্ষণ ১০,০৮০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এতে ৮০ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা থাকবে। ৬.৭৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এলিট চিপসেট ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপো রেনো ১৫ সিরিজ: আইফোনের আদলে আকর্ষণীয় নকশা

অপো এবার রেনো ১৫ সিরিজের তিনটি মডেল— রেনো ১৫, রেনো ১৫ প্রো এবং রেনো ১৫ প্রো মিনি বাজারে আনছে। এর মধ্যে 'প্রো মিনি' মডেলটি হবে বেশ ছোট ও পাতলা, যার পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম। অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের এই ফোনগুলো দেখতে অনেকটা আইফোনের মতো এবং উজ্জ্বল রঙের নকশায় বেশ প্রিমিয়াম আমেজ দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর