স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ই-মেইলের মাধ্যমে অসংখ্য বার্তা আদান-প্রদান করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ডেটা বন্ধ থাকে, ওয়াই-ফাই থাকে না কিংবা ফোনটি পুরোপুরি বন্ধ থাকে। পরবর্তীতে ফোন চালু করলেই দেখা যায় সব মেসেজ একসঙ্গে এসে জমা হচ্ছে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে—এই মধ্যবর্তী সময়ে মেসেজগুলো আসলে কোথায় থাকে? আর ইন্টারনেট পেলেই বা তারা কীভাবে আপনার ফোনে চলে আসে?
মেসেজগুলো তখন যেখানে জমা থাকে
বিজ্ঞাপন
ইন্টারনেট বা ফোন বন্ধ থাকলে আসা বার্তাগুলো আপনার ফোনে সরাসরি সেভ হয় না। এগুলো সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নিজস্ব 'সার্ভারে' নিরাপদে সংরক্ষিত থাকে। সহজভাবে বললে, আপনার বাড়ি বন্ধ থাকলে ডাকপিয়ন যেমন চিঠিগুলো পোস্ট অফিসে রেখে দেয়, বিষয়টি ঠিক তেমনই।

হোয়াটসঅ্যাপ মেসেজ: জমা থাকে হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড সার্ভারে।
ফেসবুক বা ইনস্টাগ্রাম: এগুলো মেটা (Meta) কোম্পানির সার্ভারে জমা থাকে।
বিজ্ঞাপন
এসএমএস (SMS): সাধারণ টেক্সট মেসেজগুলো আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরের (যেমন: গ্রামীণফোন, রবি, বাংলালিংক) সার্ভারে থাকে।
ই-মেইল: জিমেইল, ইয়াহু বা আউটলুকের নিজস্ব মেইল সার্ভারে এগুলো জমা থাকে।
কতদিন পর্যন্ত সার্ভারে সংরক্ষিত থাকে? মেসেজ কতদিন জমা থাকবে তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের নিয়মের ওপর।

হোয়াটসঅ্যাপ: ফোন অফলাইন থাকলে সাধারণত সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত মেসেজ সার্ভারে রাখে। এই সময়ের মধ্যে ফোন চালু না হলে মেসেজটি ডিলিট হয়ে যেতে পারে। তবে একবার ডেলিভারি হয়ে গেলে তা সার্ভার থেকে মুছে যায়।
এসএমএস: মোবাইল অপারেটররা সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত মেসেজ জমা রাখে। এর মধ্যে ফোন চালু না হলে মেসেজটি আর পাওয়া যায় না।
ই-মেইল: মেইলের ক্ষেত্রে এই সময়সীমা অনেক দীর্ঘ। অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছর পর্যন্ত মেইল সার্ভারে সুরক্ষিত থাকে।
আরও পড়ুন: ফোনে ঘন ঘন নেটওয়ার্ক চলে গেলে কী করবেন?
ইন্টারনেট চালু হতেই যেভাবে মেসেজ আসে: আপনি যখনই মোবাইলের ডেটা অন করেন বা ওয়াইফাই সংযোগ পান, তখন আপনার ফোনটি সংশ্লিষ্ট সার্ভারের সাথে যোগাযোগ করে একটি সংকেত পাঠায়। ফোনটি মূলত সার্ভারকে বলে— "আমি এখন অনলাইনে আছি, আমার যেসব জমা মেসেজ আছে সেগুলো পাঠিয়ে দাও।" সংকেত পাওয়ামাত্রই সার্ভার সব পেন্ডিং মেসেজ আপনার ফোনে পাঠিয়ে দেয়। এই কারণেই ইন্টারনেট অন করার সাথে সাথে ফোনে মেসেজের বন্যা বয়ে যায়।
মেয়াদ শেষ হলে কী হয়? যদি দীর্ঘ সময় (যেমন এক মাসের বেশি) ফোন বা ইন্টারনেট বন্ধ থাকে, তবে অনেক মেসেজের মেয়াদ শেষ বা 'এক্সপায়ার' হয়ে যায়। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে 'Message not delivered' লেখা দেখাতে পারে। তখন প্রেরককে পুনরায় সেই মেসেজটি পাঠাতে হয়।
এজেড

