গৃহস্থালির কঠিন কাজকে সহজ করতে ওয়াশিং মেশিনের জুড়ি নেই। বিশেষ করে হাড়কাঁপানো শীতে যখন পানি স্পর্শ করাই দায়, তখন ভারী কাপড় ধোয়া ও শুকানোর জন্য এই যন্ত্রটিই ভরসা। তবে সঠিক যত্ন ও ব্যবহারের নিয়ম না জানায় অনেক সময় শখের এই যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলে আপনার ওয়াশিং মেশিন দীর্ঘকাল সচল থাকবে এবং সাশ্রয় হবে মোটা অঙ্কের মেরামতের খরচ।
১. দেয়াল থেকে সঠিক দূরত্ব বজায় রাখা
বিজ্ঞাপন
অনেকেই ঘরের জায়গা বাঁচাতে ওয়াশিং মেশিনটিকে দেয়ালের সাথে একদম লাগিয়ে রাখেন। এটি একটি বড় ভুল। মেশিনটি সবসময় দেয়াল থেকে অন্তত ৪ থেকে ৬ ইঞ্চি দূরত্বে রাখা উচিত। এই ফাঁকা জায়গা মেশিনের কম্পন (Vibration) কমাতে সাহায্য করে এবং ড্রেনেজ পাইপ ও পাওয়ার কেবলের ওপর অতিরিক্ত চাপ পড়া থেকে রক্ষা করে। দেয়ালের সাথে লেগে থাকলে স্পিন সাইকেলের সময় ড্রাম দেয়ালে ধাক্কা খেয়ে মেশিনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. সঠিক ও সমতল স্থান নির্বাচন
ওয়াশিং মেশিন সবসময় একটি সমতল এবং মজবুত মেঝের ওপর রাখা জরুরি। মেঝে অমসৃণ হলে মেশিন অতিরিক্ত কাঁপবে এবং শব্দ করবে। প্রয়োজনে ভালো মানের স্ট্যান্ড বা অ্যান্টি-ভাইব্রেশন প্যাড ব্যবহার করা যেতে পারে, যা মেশিনকে স্থির রাখতে সাহায্য করে।
বিজ্ঞাপন
৩. পাইপ সংযোগে সতর্কতা
ইনলেট ও ড্রেনেজ পাইপগুলো খুব বেশি শক্ত বা টাইট করে বাঁধবেন না। ওয়াশিং সাইকেলের সময় এগুলোর স্বাভাবিক নড়াচড়ার প্রয়োজন হয়। পাইপ বেশি বাঁকানো থাকলে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়, যা মোটরের ওপর বাড়তি চাপ ফেলে এবং লিকেজের ঝুঁকি বাড়ায়।

৪. শীতকালীন বিশেষ যত্ন
শীতকালে পানির তাপমাত্রা কমে যাওয়ায় এবং ঘন হয়ে আসায় মেশিনের মোটরের ওপর বেশি চাপ পড়ে। এক্ষেত্রে সম্ভব হলে সপ্তাহে অন্তত একদিন গরম পানির (Hot Water) সাইকেল চালান। এতে মেশিনের ভেতরে জমে থাকা ময়লা বা ডিটারজেন্ট পরিষ্কার হয়ে যাবে। এ ছাড়া শীতের সকালে ভারী কাপড় ধোয়ার সময় মেশিনে অতিরিক্ত কাপড় (Overload) দেবেন না, এতে মেশিনের কার্যক্ষমতা কমে যায়।
৫. আর্দ্রতা ও দুর্গন্ধ রোধ
কাপড় ধোয়া শেষ হওয়ার সাথে সাথেই মেশিনের দরজা পুরোপুরি বন্ধ করবেন না। কিছুক্ষণ দরজা খোলা রাখুন যেন ভেতরের জলীয় বাষ্প বের হয়ে যায়। এতে মেশিনে কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না এবং ছত্রাক পড়ার ভয় থাকবে না।
আরও পড়ুন: গিজার বিস্ফোরণ কেন ঘটে? শীতকালে গিজার ব্যবহারের সঠিক নিয়ম জানুন
ছোটখাটো এই বিষয়গুলো খেয়াল রাখলে শীতের মৌসুমেও আপনার ওয়াশিং মেশিন থাকবে নতুনের মতো সচল।
এজেড

