রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? হ্যাকার ও স্ক্যামারদের রুখতে টিপস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? হ্যাকার ও স্ক্যামারদের রুখতে টিপস
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? হ্যাকার ও স্ক্যামারদের রুখতে টিপস

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ কেবল বার্তা আদান-প্রদান নয়, বরং ভিডিও কল, ফাইল পাঠানো এবং অনলাইন লেনদেনের জন্যও এই অ্যাপ ব্যবহার করছেন। তবে ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকার ও স্ক্যামারদের উৎপাত। আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করা এখন সময়ের দাবি।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ পাতছে। আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যেতে পারে অন্যের হাতে। বড় ধরনের ক্ষতি এড়াতে এখনই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।


বিজ্ঞাপন


অ্যাকাউন্ট সুরক্ষায় প্রধান করণীয়

১. পিন বা কোড শেয়ার করবেন না: আপনার হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন কোড বা ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ পিন কখনোই কারো সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার কাছে এই পিন চাইবে না।

২. ছদ্মবেশীদের থেকে সাবধান: স্ক্যামাররা অনেক সময় ডেলিভারি এজেন্ট, বন্ধু কিংবা সরকারি কর্মকর্তার ছদ্মবেশে আপনাকে ফোন বা মেসেজ দিয়ে পিন বা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ধরনের প্রলোভন বা অনুরোধে পা দেবেন না।

৩. টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন: এটি আপনার অ্যাকাউন্টের জন্য একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করে। ফলে হ্যাকার যদি কোনোভাবে আপনার পাসওয়ার্ড জেনেও যায়, এই অতিরিক্ত পিন ছাড়া সে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।


বিজ্ঞাপন


ai

আরও কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা টিপস

অ্যাপ ও চ্যাট লক: আপনার ফোনে সবসময় ‘অ্যাপ লক’ ব্যবহার করুন। এছাড়া সংবেদনশীল বা ব্যক্তিগত বার্তার জন্য হোয়াটসঅ্যাপের নিজস্ব ‘চ্যাট লক’ ফিচারটি সক্রিয় রাখুন, যাতে ফোন অন্য কারো হাতে থাকলেও আপনার মেসেজ নিরাপদ থাকে।

যুক্ত থাকা ডিভাইস পরীক্ষা: আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে অন্য কোনো ডিভাইস (যেমন- কম্পিউটার বা ট্যাবলেট) যুক্ত আছে কি না তা নিয়মিত পরীক্ষা করুন। অপরিচিত কোনো ডিভাইস দেখতে পেলে দ্রুত সেটি ‘লগ আউট’ করে দিন।

সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন: অপরিচিত নম্বর থেকে আসা কোনো ইমেল বা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না। এগুলোতে ক্ষতিকর সফটওয়্যার বা ‘ম্যালওয়্যার’ থাকতে পারে, যা আপনার ফোনের তথ্য চুরি করতে সক্ষম।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার কি মস্তিষ্কের ক্ষতি করছে?

বিজ্ঞপ্তির দিকে নজর দিন: আপনার নম্বরটি অন্য কোনো নতুন ডিভাইসে নিবন্ধিত হওয়ার কোনো সতর্কতা বা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ থেকে আসলে তা অবহেলা করবেন না। এমন হলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

প্রযুক্তির এই যুগে সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় বিপদ। তাই নিরাপদ থাকতে নিয়মিত এই নিরাপত্তা টিপসগুলো মেনে চলুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর