শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়াইফাই রাউটারের সিগন্যাল হাইড করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

ওয়াইফাই রাউটারের সিগন্যাল হাইড করার নিয়ম
ওয়াইফাই রাউটারের সিগন্যাল হাইড করার নিয়ম

ইন্টারনেটের যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াইফাই নেটওয়ার্কের গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় পাসওয়ার্ড দেওয়া থাকলেও বিভিন্ন উপায়ে অনেকে নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করে। এই সমস্যা এড়াতে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটি বা এসএসআইডি (SSID) পুরোপুরি লুকিয়ে রাখতে পারেন। এতে অপরিচিত কেউ আপনার নেটওয়ার্কটি দেখতে পাবে না এবং আপনার অনুমতি ছাড়া এটি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়বে।

এসএসআইডি হাইড করার সুবিধা


বিজ্ঞাপন


নেটওয়ার্কের এসএসআইডি ব্রডকাস্টিং বন্ধ করে দিলে সাধারণত কোনো ডিভাইস স্ক্যান করলে আপনার ওয়াইফাই নামটি সেখানে আসবে না। শুধুমাত্র যারা নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড সঠিক জানেন, তারাই ম্যানুয়ালি তথ্য ইনপুট দিয়ে কানেক্ট করতে পারবেন। এটি রাউটার সুরক্ষার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।

রাউটার কন্ট্রোল প্যানেলে প্রবেশ

এসএসআইডি হাইড করার জন্য প্রথমে আপনার রাউটারের ম্যানেজমেন্ট পোর্টালে প্রবেশ করতে হবে। একেক ব্র্যান্ডের রাউটারের লগইন অ্যাড্রেস একেক রকম হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে 192.168.0.1 অথবা 192.168.1.1 লিখে ব্রাউজারে সার্চ করলেই লগইন প্যানেল পাওয়া যায়। সঠিক অ্যাড্রেস জানতে আপনার রাউটারের বক্সে থাকা ম্যানুয়ালটি দেখে নিতে পারেন।

hidden-WiFi-20240929105440159


বিজ্ঞাপন


যেভাবে হাইড করবেন আপনার ওয়াইফাই

ওয়াইফাই কানেকশন লুকিয়ে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. লগইন: ব্রাউজারে রাউটারের আইপি অ্যাড্রেস লিখে ইউজার নেম ও অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ম্যানেজমেন্ট পোর্টালে প্রবেশ করুন। 

২. অ্যাডভান্সড সেটিংস: ড্যাশবোর্ডে প্রবেশের পর Wireless অপশনে ক্লিক করুন। কিছু রাউটারে এই সেটিংসটি খুঁজে পেতে প্রথমে Advanced অপশনে যেতে হতে পারে। 

৩. এসএসআইডি সেটিং: এবার Wireless Settings-এ যান। এখানে আপনার ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড দেখতে পাবেন। 

hq720_(1)

৪. হাইড অপশন: এখান থেকে Hide অথবা Hide SSID অপশনটি চালু (Enable) করে দিন। টিপিলিংক বা ডিলিংক এর মতো কিছু রাউটারে SSID Broadcast অপশনটি Disable করে দেওয়ার সুযোগ থাকে।

৫. নাম মনে রাখুন: নেটওয়ার্ক হাইড করার আগে আপনার ওয়াইফাইয়ের সঠিক নামটি (SSID) কোথাও লিখে রাখুন। কারণ পরবর্তীতে নতুন কোনো ফোন বা ল্যাপটপ কানেক্ট করতে গেলে এই নামটি হুবহু টাইপ করতে হবে।

আরও পড়ুন: আপনার ওয়াইফাই গোপনে কেউ ব্যবহার করছে কি না যেভাবে বুঝবেন

সবশেষে সেটিংসটি 'সেভ' করে রাউটারটি রিবুট বা রিস্টার্ট করলেই আপনার ওয়াইফাই কানেকশনটি অন্যের আড়ালে চলে যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর