ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন চমক। এবার স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'মেটা এআই' (Meta AI) এডিটিং টুল। এর ফলে আলাদা কোনো ফটো এডিটিং অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের ভেতরেই তাদের স্ট্যাটাসের ছবিকে পেশাদার ও আকর্ষণীয় রূপ দিতে পারবেন।
স্ট্যাটাস এডিটিংয়ে এআই বিপ্লব
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচারের পরীক্ষা চললেও, বর্তমানে এটি আইওএস (iOS) বিটা ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। আইফোন ব্যবহারকারীরা এখন স্ট্যাটাস দেওয়ার সময় এডিটিং স্ক্রিনে প্রচলিত ফিল্টারের পাশাপাশি শক্তিশালী এআই টুল দেখতে পাবেন। এই ফিচারের মাধ্যমে সাধারণ কোনো ছবিকে সম্পূর্ণ নতুন স্টাইলে রূপান্তর করা সম্ভব হবে।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে লিংক শেয়ার করলে রিচ কম হয় কেন?
যেসব এআই স্টাইল ও ফিচার থাকছে
সাধারণ ফিল্টার শুধু ছবির রঙের পরিবর্তন করে, কিন্তু মেটা এআই পুরো ছবিটিকে নতুন করে তৈরি (Generate) করতে সক্ষম। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্টাইল হলো:
বিজ্ঞাপন
অ্যানিমে (Anime) ও কমিক বুক: ছবিকে কার্টুন বা কমিকস চরিত্রের রূপ দেওয়া যাবে।
থ্রি-ডি (3D) ও ভিডিও গেম: আধুনিক গ্রাফিক্সের মতো ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করা যাবে।

ক্লে (Clay) ও পেইন্টিং: মাটির তৈরি শিল্পকর্ম বা হাতে আঁকা ছবির মতো শৈল্পিক ছোঁয়া দেওয়া যাবে।
এছাড়া ছবির পছন্দসই পরিবর্তন না হলে 'রি-ডু' (Redo) অপশনের মাধ্যমে বারবার নতুন ভার্সন তৈরি করার সুযোগও থাকছে।
আধুনিক টুল ও ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট
মেটা এআই শুধু ছবির স্টাইল বদলানোতেই সীমাবদ্ধ নয়; এটি ব্যবহার করে ছবি থেকে অপ্রয়োজনীয় কোনো অংশ সরিয়ে ফেলা, নতুন উপাদান যোগ করা কিংবা স্থির ছবিকে ছোট অ্যানিমেশনে রূপান্তর করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে ছবির ব্যাকগ্রাউন্ড সমন্বয় করবে যাতে সম্পাদিত ছবিটি দেখতে একদম বাস্তবসম্মত মনে হয়।
কখন পাওয়া যাবে?
বর্তমানে এই ফিচারটি বিশ্বজুড়ে সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অঞ্চলভেদে ধাপে ধাপে আপডেটটি সকল সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছাতে শুরু করবে। এই ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি ছোটখাটো 'ক্রিয়েটিভ স্টুডিও'-র স্বাদ পাবেন।
এজেড

