মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ সালে ভারতীয়রা গুগলে ‘৫২০১৩১৪’ এই সংখ্যাটি কেন বেশি সার্চ করেছেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

২০২৫ সালে ভারতীয়রা গুগলে ‘৫২০১৩১৪’ এই সংখ্যাটি কেন বেশি সার্চ করেছেন?
২০২৫ সালে ভারতীয়রা গুগলে ‘৫২০১৩১৪’ এই সংখ্যাটি কেন বেশি সার্চ করেছেন?

ইন্টারনেটের যুগে প্রতিদিনই নতুন নতুন শব্দ, সংখ্যা ও ট্রেন্ড সামনে আসছে—কিছু অদ্ভুত, কিছু আবার বেশ আকর্ষণীয়। ২০২৫ সালে গুগলে এমনই এক রহস্যময় সার্চ হয়ে উঠেছিল ৫২০১৩১৪, যা ভারতে সর্বাধিক সার্চ করা বিষয়গুলোর মধ্যে জায়গা করে নেয়।

সবচেয়ে অবাক করার বিষয়, এই সংখ্যাটি গুগলের তালিকায় Stampede কিংবা Mayday-এর মতো গুরুতর সার্চ টার্মের পাশেই অবস্থান করেছে। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়—একটি সংখ্যা কেন এত বেশি মানুষ সার্চ করছেন? বিশেষ করে যারা বৈশ্বিক ডিজিটাল স্ল্যাং বা অনলাইন সম্পর্কের ট্রেন্ড সম্পর্কে খুব একটা পরিচিত নন, তাদের কাছে সংখ্যাটি প্রথম দেখায় পুরোপুরি রহস্যময় বলেই মনে হয়েছে। তবে বাস্তবে বিষয়টি বেশ মজার।


বিজ্ঞাপন


প্রতি বছর গুগল তাদের ইয়ার ইন সার্চ তালিকা প্রকাশ করে, যেখানে ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতি, বিনোদন, প্রযুক্তি এবং ভাইরাল ট্রেন্ড—সবকিছুই উঠে আসে। ২০২৫ সালের সেই তালিকায় দেখা গেছে, ভারতীয় ব্যবহারকারীরা ভালোবাসা ও আবেগের সঙ্গে সম্পর্কিত এই সংখ্যাটির অর্থ জানতেই সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন।

গুগলে ট্রেন্ড করা ৫২০১৩১৪ আসলে একটি জনপ্রিয় চিনা ইন্টারনেট স্ল্যাং। সংখ্যাগুলো একসঙ্গে অর্থ প্রকাশ করে—
‘আমি তোমাকে সারা জীবন ভালোবাসব।’

অর্থাৎ ৫২০১৩১৪ কেবল একটি সংখ্যা নয়, বরং এটি ভালবাসার এক ধরনের ডিজিটাল ঘোষণা।

এই ট্রেন্ডটিও অন্যান্য অনেক অনলাইন প্রবণতার মতোই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং খুব দ্রুত তরুণ ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। বিশ্বজুড়ে কনটেন্ট এখন আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ায়, চিনা ডিজিটাল সংস্কৃতির এই প্রেমের কোডটিও ভারতীয় নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠে।


বিজ্ঞাপন


who-were-india-s-most-searched-in-2025-1764915966

সংখ্যার মাধ্যমে ভালবাসা প্রকাশ করা অবশ্য নতুন কিছু নয়। ভারতেও বহুদিন ধরেই তরুণরা ১২৩ = আমি তোমাকে ভালোবাসি-এর মতো কোড ব্যবহার করে আসছে। একই ধারাবাহিকতায়, ৫২০১৩১৪ আধুনিক ডিজিটাল সংস্কৃতিকে প্রতিফলিত করে—যেখানে শব্দের বদলে সংখ্যা দিয়েই গভীর আবেগ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ২০২৫ সালে ভারতীয়রা যেসব শব্দের সঠিক উচ্চারণ জানতে গুগলে সার্চ করেছেন

এই কোডটির উৎপত্তি চিনা ইন্টারনেট সংস্কৃতি থেকে। ম্যান্ডারিন ভাষায় ৫২০ উচ্চারণে শোনায় wǒ ài nǐ, যার অর্থ আমি তোমাকে ভালবাসি। আর ১৩১৪ শোনায় yī shēng yī shì-এর মতো, যার অর্থ জীবনভর। ফলে একসঙ্গে ৫২০১৩১৪-এর মানে দাঁড়ায়—

আমি তোমাকে চিরকাল ভালোবাসব।

একসময় যা শুধুই চীনা ডিজিটাল পরিসরে সীমাবদ্ধ ছিল, তা এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ভারতেও সম্পর্কের স্ট্যাটাস, ক্যাপশন, রিল এবং ব্যক্তিগত চ্যাটে এখন নিয়মিতই দেখা যাচ্ছে এই সংখ্যাটি।

ভালোবাসা প্রকাশের ভাষা বদলাচ্ছে—আর সেই পরিবর্তনেরই একটি ডিজিটাল উদাহরণ হয়ে উঠেছে ৫২০১৩১৪।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর