আপনার হাতে যদি একটি অ্যানড্রয়েড ফোন থাকে, তাহলে নিশ্চয়ই সেটি আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কল করা, ছবি তোলা, সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার থেকে শুরু করে কাজের নানা প্রয়োজনে এই ফোনই ভরসা। কিন্তু জানেন কি, অ্যানড্রয়েড ফোনে এমন অনেক পাওয়ারফুল ফিচার রয়েছে, যেগুলো খুব কম মানুষই ব্যবহার করেন? এই ফিচারগুলো ফোনের স্পিড বাড়ায়, সিকিউরিটি নিশ্চিত করে এবং ব্যবহারকে আরও স্মার্ট করে তোলে। চলুন জেনে নেওয়া যাক অ্যানড্রয়েডের এমনই ৭টি গোপন ফিচার সম্পর্কে।
১. Digital Wellbeing ও Focus Mode
বিজ্ঞাপন
আপনি যদি ফোনে প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান, তাহলে Digital Wellbeing ফিচারটি আপনার জন্য খুবই কার্যকর। এটি দেখায়, দিনে কত সময় কোন অ্যাপ ব্যবহার করছেন। Focus Mode চালু করলে মনোযোগ নষ্ট করে এমন অ্যাপগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া যায়। ফলে পড়াশোনা বা কাজের সময় ডিস্ট্রাকশন (distraction) অনেকটাই কমে যায়।
২. Split Screen Mode
Split Screen Mode আপনাকে একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহার করার সুযোগ দেয়। যেমন একদিকে ইউটিউব ভিডিও চলবে, অন্যদিকে Notes app। Multitasking-এর জন্য এটি দারুণ একটি ফিচার, যদিও অনেক ব্যবহারকারী এখনও এটি ব্যবহার করেন না। Recent Apps বাটনে গিয়ে কোনো app-এর উপর Split Screen অপশন নির্বাচন করলেই এটি চালু করা যায়।
৩. Screen Pinning
বিজ্ঞাপন
কখনও কাউকে ফোন দেখাতে হলে Screen Pinning খুব কাজে আসে। এই ফিচার ব্যবহার করলে নির্দিষ্ট একটি অ্যাপ স্ক্রিনে লক করে রাখা যায়। আপনি নিজে unlock না করা পর্যন্ত অন্য কেউ সেই অ্যাপের বাইরে যেতে পারবে না। Settings > Security > Screen Pinning অপশন থেকে এটি চালু করা যায়।
৪. Voice Access / Voice Control
Voice Access feature দিয়ে সম্পূর্ণ ফোন voice command ব্যবহার করে চালানো যায়। যেমন “Open YouTube”, “Send message to Rahul” বা “Scroll down” বললেই ফোন সেই কাজ করবে। যাদের touch screen ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
_20251215_092115849.jpg)
৫. Quick Tap Gesture (Back Tap)
নতুন Android version-এ Quick Tap feature পাওয়া যায়। ফোনের পিছনে দুইবার ট্যাপ করলেই নির্দিষ্ট কাজ করা যায়, যেমন Screenshot নেওয়া, Camera খোলা বা Google Assistant চালু করা। এটি সেট করতে যেতে হবে Settings > System > Gestures > Quick Tap অপশনে।
৬. Nearby Share
Nearby Share হল Android-এর নিজস্ব AirDrop-এর মতো feature। Internet ছাড়াই কাছাকাছি থাকা Android device-এ দ্রুত ছবি, ভিডিও বা file পাঠানো যায়। এটি fast, secure এবং সহজ file sharing-এর একটি দারুণ উপায়, যা এখনও অনেকেই ব্যবহার করেন না।
আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব করুন ভেবে চিন্তে, না হলে হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
৭. App Permissions Manager
Android ফোনে App Permissions Manager ব্যবহার করে সহজেই দেখা যায় কোন অ্যাপ কী কী permission নিয়েছে। যেমন camera, microphone, location বা contacts। সন্দেহজনক permission থাকলে সেগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায়। এতে privacy ও security দুটোই অনেক বেশি নিয়ন্ত্রণে থাকে।
এজেড

