প্রিমিয়াম ক্যাটাগরিতে শক্তিশালী সেলফি ক্যামেরাসহ স্মার্টফোন খুঁজছেন? তাহলে ভিভো এক্স২০০ এফই হতে পারে আপনার জন্য আদর্শ পছন্দ। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ফোনে চলছে বিশেষ ধামাকাদার অফার। ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির নিয়মিত দাম ৫৯ হাজার ৯৯৮ রুপি। তবে এখন সরাসরি ৪ হাজার রুপি ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার ৯৯৯ রুপি পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও মিলছে।
এক্সচেঞ্জে মিলবে আরও বেশি ছাড়
বিজ্ঞাপন
পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ভিভো এক্স২০০ এফই আরও কম দামে কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৮ হাজার ৩৫০ রুপি পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির নির্ধারিত নীতিমালার উপর।
ডিসপ্লে ও পারফরম্যান্সে ফ্ল্যাগশিপ মান
ভিভো এক্স২০০ এফই ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৩১ ইঞ্চির ১ দশমিক ৫ কে রেজুলেশনের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে। সর্বোচ্চ উজ্জ্বলতা ৫ হাজার নিটস হওয়ায় রোদে ব্যবহারেও ডিসপ্লে পরিষ্কার দেখা যাবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর। সঙ্গে রয়েছে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ, যা দ্রুতগতির ব্যবহার নিশ্চিত করে।
বিজ্ঞাপন
ক্যামেরা সেটআপ যা মন জয় করবে
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ভিভো এক্স২০০ এফই তে রয়েছে শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবস্থা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অন্যতম সেরা বলে ধরা হচ্ছে।

শক্তিশালী ব্যাটারি ও টেকসই গঠন
এই স্মার্টফোনে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার বড় ব্যাটারি। সঙ্গে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় অল্প সময়েই ফোন চার্জ হয়ে যায়। ধুলো ও পানির সুরক্ষার জন্য ফোনটি আইপি ছয় আট এবং আইপি ছয় নয় রেটিং প্রাপ্ত, ফলে দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা পাওয়া যায়।
আরও পড়ুন: রিয়েলমির এই ফোনে পাবেন প্রফেশনাল ক্যামেরা
নিরাপত্তার জন্য এতে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ অপারেটিং সিস্টেম ১৫, যা নতুন ও স্মুথ অভিজ্ঞতা দেয়।
কেন এই ডিলটি গুরুত্বপূর্ণ
৩১ ডিসেম্বরের আগে যদি প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত সেলফি ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং পানিরোধী স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে ভিভো এক্স২০০ এফই এর এই অফারটি আপনার জন্য বড় সুযোগ। এক্সচেঞ্জ ছাড় ও ক্যাশব্যাক মিলিয়ে ফোনটির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। তাই দেরি না করে এখনই এই ডিলটি যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
এজেড

