রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাটজিপিটি ব্যবহার করার সময় এই ৫টি কাজ কখনোই করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার করুন:

চ্যাটজিপিটি ব্যবহার করার সময় এই ৫টি কাজ কখনেই করবেন না
চ্যাটজিপিটি ব্যবহার করার সময় এই ৫টি কাজ কখনেই করবেন না

আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জাম বিশেষ করে চ্যাটজিপিটি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পড়াশোনা, কাজকর্ম, তথ্য অনুসন্ধান—প্রায় সবক্ষেত্রেই এটি সাহায্য করছে। তবে এর সীমাবদ্ধতা এবং নিরাপত্তার ঝুঁকি অবহেলা করলে বড় সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ব্যক্তিগত তথ্য শেয়ার করা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে।

চ্যাটজিপিটি এখন অনেকে গুগল সার্চের বিকল্প হিসেবে ব্যবহার করেন। কিন্তু ব্যবহার করার সময় কিছু বিষয়কে সর্বদা মাথায় রাখতে হবে।


বিজ্ঞাপন


১. ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না

চ্যাটজিপিটিকে আপনার পুরো নাম, বাড়ির ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত বিবরণ দেওয়া উচিত নয়। ফোন নম্বর, ইমেল আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য শেয়ার করাও ঝুঁকিপূর্ণ। এগুলো জালিয়াতি বা হ্যাকিংয়ের জন্য ব্যবহার হতে পারে।

২. আর্থিক তথ্য কখনো দেবেন না

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য, মোবাইল ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড—এসব শেয়ার করা অত্যন্ত বিপজ্জনক। এর মাধ্যমে আপনার অর্থনৈতিক সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে।


বিজ্ঞাপন


৩. সরকারি নথি ও সংবেদনশীল পরিচয় তথ্য না দেওয়া

ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র, অফিস আইডিসহ ন্যান্য সরকারি নথি চ্যাটজিপিটিতে শেয়ার করা উচিত নয়। এগুলো ফাঁস হলে ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বিপন্ন হতে পারে।

0x0

৪. অফিস ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ

গোপনীয় অফিস কাগজপত্র, আইনি নথি বা মেডিকেল রিপোর্ট চ্যাটজিপিটিতে দেওয়া ঠিক নয়। এটি আপনার পেশাগত ও ব্যক্তিগত গোপনীয়তা বিপন্ন করতে পারে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে চ্যাটজিপিটির পরামর্শ সবসময় নির্ভরযোগ্য নয়, কারণ এটি কোনো পেশাদার ডাক্তার নয়।

৫. বর্তমান অবস্থান বা ভ্রমণের পরিকল্পনা শেয়ার করবেন না

চ্যাটজিপিটিকে আপনার অবস্থান বা ভ্রমণের তথ্য দিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন: এআই দিয়ে বানানো ছবি চেনার সহজ উপায়

সব মিলিয়ে চ্যাটজিপিটি একটি চমৎকার এবং উপকারী টুল হলেও ব্যবহার করার সময় সতর্ক থাকা অপরিহার্য। মনে রাখবেন, যে তথ্য আপনি দেবেন তা ইন্টারনেটে রেকর্ড হতে পারে। শুধুমাত্র চ্যাটজিপিই নয়, যে কোনো এআই চ্যাটবটেও সংবেদনশীল তথ্য শেয়ার করা উচিত নয়। নিরাপদ ব্যবহারের মাধ্যমে বুদ্ধিমানের মতো এটি কাজে লাগানোই শ্রেয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর