রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেয়ার উপায়, টের পাবে না কেউ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেওয়ার উপায়, টের পাবে না কেউ
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেওয়ার উপায়, টের পাবে না কেউ

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ মেসেজ, একের পর এক নোটিফিকেশন—সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন অনেকেই। কিন্তু বন্ধু, আত্মীয় বা পরিচিতদের গ্রুপ হলে হঠাৎ করে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়াও অস্বস্তিকর মনে হয়। কারণ, গ্রুপ ছাড়লেই সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে। তবে সুখবর হলো, এখন আর এই চিন্তা নেই। হোয়াটসঅ্যাপ এমন একটি সুবিধা এনেছে, যার মাধ্যমে গোপনে গ্রুপ থেকে বেরিয়ে গেলেও টের পাবে না অন্য সদস্যরা।

হোয়াটসঅ্যাপে বর্তমানে অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন ব্যবহারকারীরা। প্রতিটি গ্রুপেই দিনভর বার্তা আসতেই থাকে। বারবার নোটিফিকেশনের শব্দে বিরক্ত হয়ে উঠলেও অনেকেই ভদ্রতার খাতিরে গ্রুপ ছাড়তে পারেন না। কারণ, গ্রুপ থেকে বেরোলেই স্বয়ংক্রিয়ভাবে একটি বার্তা চলে যায়, যেখানে জানিয়ে দেওয়া হয় কে গ্রুপ ছেড়েছে। এই প্রকাশ্য বিষয়টি অনেকেরই পছন্দ নয়। সেই সমস্যা সমাধান করতেই মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রুপ ফিচারে এনেছে নতুন পরিবর্তন।


বিজ্ঞাপন


নতুন এই ব্যবস্থায় গ্রুপের সদস্যদের না জানিয়েই চুপিসারে গ্রুপ থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি গ্রুপ ছেড়েছেন কি না, তা জানতে পারবেন শুধু গ্রুপের অ্যাডমিন। সাধারণ সদস্যদের কাছে এই তথ্য আর দেখানো হবে না।

sddefault

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হওয়ার উপায়

১. হোয়াটসঅ্যাপ খুলুন এবং অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট আছে কি না নিশ্চিত করুন।


বিজ্ঞাপন


২. যে গ্রুপটি ছাড়তে চান, সেটিতে প্রবেশ করুন।

৩. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। এতে ‘গ্রুপ ইনফো’ অপশনটি খুলবে।

৪. নিচের দিকে স্ক্রল করুন। সেখানে ‘এগজিট গ্রুপ’ অপশনটি দেখতে পাবেন।

৫. ওই অপশনে ট্যাপ করলে একটি পপ-আপ আসবে, যেখানে নিশ্চিত করা হবে আপনি সত্যিই গ্রুপ ছাড়তে চান কি না।

৬. আবারও গ্রুপ ছাড়ার অপশনে ক্লিক করুন।

গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কেউ জানতে পারবে না যে আপনি গ্রুপটি ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুন: যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে চালু করেছে ‘কাস্টম চ্যাট লিস্ট’ ফিচার। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ গ্রুপ বা নির্দিষ্ট কথোপকথন আলাদা করে সাজিয়ে রাখা যাবে। ব্যবহারকারীরা নিজেদের চ্যাটকে ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারবেন। ফলে অসংখ্য চ্যাটের ভিড়ে প্রয়োজনীয় কথোপকথন খুঁজে পেতে আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর