বিখ্যাত ব্র্যান্ড আসুস অংশ নিয়েছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫ এর আয়োজনে। এবারের মেলায় এসেছে আসুসের সর্বশেষ সংস্করণের সেরা ল্যাপটপ।
আসুস প্যাভিলিয়নে থাকছে কোপাইলট প্লাস পিসি, আধুনিক এক্সপার্ট সিরিজ, আরওজি গেমিং লাইনআপ, পাশাপাশি আরও নতুন ও চমকপ্রদ মডেল। মেলার দর্শনার্থী এবং গ্রাহকরা আসুসের ডিভাইসগুলোর ফিচার এবং উদ্ভাবনগুলো সম্পর্কে এখানে জানার সুযোগ পাবে। এছাড়া, এবারের মেলায় অন্যতম স্পনসর হিসেবেও আসুস যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন

মেলায় আসুস দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং স্ক্র্যাচকার্ড থেকে উপহার জেতার সুযোগ। নির্বাচিত আসুস ল্যাপটপ কিনলে পাওয়া যাবে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এর সঙ্গে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে রয়েছে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি-শার্টসহ নানা আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই অফারগুলো পেতে হলে গ্রাহকদের বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত আসুসের অনুমোদিত ডিলারদের কাছ থেকে আসুসের পণ্য কিনতে হবে।
আরও পড়ুন: আগারগাঁওয়ের আইডিবি ভবনে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ শুরু
নতুন প্রযুক্তিপণ্য সম্পর্কে জানতে সিটি আইটি মেগা ফেয়ার একটি সেরা জায়গা। এই মেলা উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ও গ্রাহকদের জন্য আসুস দিচ্ছে বিশেষ অফার এবং উপহার। মেলাটি ঢাকার আইডিবি ভবনে, বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই মেলা চলবে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
বিজ্ঞাপন
এজেড

