ল্যাপটপ এখন আমাদের প্রতিদিনের কাজের অপরিহার্য সঙ্গী। কিন্তু ব্যবহার করতে গিয়ে অনেকেই এমন কিছু ভুল করেন, যা অজান্তেই ডিভাইসের ভেতরে তাপ বাড়িয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ল্যাপটপ বন্ধ করার পর মাত্র কয়েক মিনিটের অসাবধানতা ব্যাটারি ক্ষতি থেকে শুরু করে বিস্ফোরণ—সব ধরনের বিপদের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ল্যাপটপের ভেতরে তাপ আটকে রাখার মারাত্মক ভুল
বিজ্ঞাপন
বাড়িতে বা অফিসে কাজের চাপ বাড়ার সঙ্গে ল্যাপটপের ব্যবহারও বেড়েছে। অনেকেই কাজ করার সময় বিছানা, বালিশ, সোফা বা কম্বল মত নরম জায়গায় ল্যাপটপ রেখে ব্যবহার করেন। কিন্তু এটি একটি বড় ভুল।
ল্যাপটপের পেছনে তাপ বের হওয়ার জন্য থাকা ভেন্ট নরম পৃষ্ঠে আটকে যায়। ফলাফল—তাপ ভেতরে জমতে থাকে, ডিভাইস অতিরিক্ত গরম হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারি, মাদারবোর্ড ও স্টোরেজের ক্ষতির ঝুঁকি তৈরি করে।
যদি বিছানায় বসে কাজ করতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই একটি বেড ট্রে বা সমতল টেবিল ব্যবহার করা জরুরি।

বিজ্ঞাপন
বন্ধ করার পর সঙ্গে সঙ্গেই ব্যাগে ঢোকানো বিপজ্জনক
আরেকটি প্রচলিত ভুল হলো ল্যাপটপ বন্ধ করেই সাথে সাথে ব্যাগে ভরে ফেলা। বন্ধ হওয়ার পর ল্যাপটপ কয়েক মিনিট গরম থাকে। এই অবস্থায় ব্যাগে ঢোকালে ভেতরের তাপ আরও জমে, যেটি ব্যাটারি ও পার্টসের ক্ষতি এমনকি বিস্ফোরণের ঝুঁকিও বাড়ায়।
তাই ল্যাপটপ বন্ধ করার পর অন্তত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে তারপর ব্যাগে রাখাই নিরাপদ।
ঢাকনা বন্ধ করলেই কাজ শেষ নয়
অনেক ব্যবহারকারী ল্যাপটপ বন্ধ করার পরিবর্তে শুধু ঢাকনা বন্ধ করে স্লিপ মোডে রাখেন।
নিয়মিত এভাবে ব্যবহার করলে র্যামে অপ্রয়োজনীয় লোড জমে থাকে, ডিভাইস ধীর হয়ে যায় এবং স্টোরেজ ড্রাইভ দ্রুত নষ্ট হতে পারে। তাই দীর্ঘ ব্যবহারের পর ল্যাপটপ সম্পূর্ণভাবে শাটডাউন করাই সঠিক পদ্ধতি।
আরও পড়ুন: ফোনে চার্জ ধরে রাখতে চাইলে দিনের শুরুতে এই কাজটি করুন
চার্জিং–সংক্রান্ত ভুলও বানাতে পারে বড় ক্ষতি
ম্যাকবুকের মতো আধুনিক ডিভাইসে পাস-থ্রু চার্জিং সিস্টেম থাকায় অতিরিক্ত চার্জিংয়ের ক্ষতি কম হয়। তবে পুরনো ল্যাপটপে এ সুবিধা না থাকায় দীর্ঘ সময় ধরে চার্জারে লাগিয়ে রাখলে ব্যাটারি ফুলে যাওয়া, দ্রুত নষ্ট হওয়া বা অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এজেড

