ফেসবুকে কাউকে পোক করা মানে তাকে একটি সরল নোটিফিকেশন পাঠানো। এটি সাধারণত বন্ধুর দৃষ্টি আকর্ষণ করা, শুভেচ্ছা জানানো বা হালকা মজা করার সহজ উপায়। পোক করার মাধ্যমে কোনো গভীর যোগাযোগ তৈরি না হলেও এটি অনেক সময় কথোপকথনের সূচনা করে।
![]()
বিজ্ঞাপন
পোক করলে যে প্রতিক্রিয়া পাওয়া যায়
যাকে পোক করা হয় তিনি সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পান যে আপনি তাকে পোক করেছেন। এটিকে অনেকেই নীরব শুভেচ্ছা বা দূর থেকে হ্যালো বলার মতো ধরে নেন। কেউ চাইলে পোক ব্যাক করতে পারেন, আবার কেউ উপেক্ষাও করতে পারেন। অনেক সময় এভাবেই দুই বন্ধুর মধ্যে হালকা কথাবার্তা শুরু হয়।

পুরনো ধারণা আর বর্তমান বাস্তবতা
বিজ্ঞাপন
আগে একটি প্রচলিত ধারণা ছিল যে অপরিচিত কেউ পোক করলে পোক ব্যাক করার মাধ্যমে তার প্রোফাইল দেখা যায়। বর্তমানে এই ধারণা আর কার্যকর নয়। ফেসবুকের নিয়ম অনুযায়ী এখন পোক ফিচারটি শুধুমাত্র বন্ধুদের মধ্যেই কার্যকর এবং প্রোফাইল দেখার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট লুকিয়ে রাখুন এভাবে, কেউ খুঁজেও পাবে না

এখন পোক মূলত পুরনো দিনের ফেসবুক ব্যবহারের একটি মজার স্মৃতি। বন্ধুত্বে খুনসুটি বা হালকা আলাপ শুরু করতে এখনও অনেকেই এটি ব্যবহার করেন।
এজেড

