শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোলটেবিল আলোচনা

ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত ‘ভূমিকম্প: বাস্তবতা, ধারণা ও সচেতনতার কৌশল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ভূমিকম্প নিয়ে আতঙ্ক ছড়ানোর বদলে বাস্তবসম্মত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাস্থই-এর সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। অনুষ্ঠানে প্রখ্যাত স্থপতি ও প্রকৌশলী, শিক্ষক ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রাক্তন বুয়েট অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া বলেন, অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং ভবন নির্মাণ যথাযথভাবে তদারকি করলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি তাড়াহুড়ো না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

আরও  পড়ুন: ঘুমানোর সময় ভূমিকম্প হলে জীবন বাঁচাতে পারে এই বিশেষ খাট!

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানান, ভূমিকম্প প্রতিরোধ করা না গেলেও ক্ষতি কমানো সম্ভব। ভবন অনুমোদন প্রক্রিয়ায় যথাযথ তদারকি না থাকার বিষয়টি উদ্বেগজনক। তিনি অগ্নিকাণ্ড, গ্যাস লিকেজ, ভুল নির্মাণ, রেগুলেটরি অথরিটি গঠন, ব্লক ডেভেলপমেন্ট এবং টিডিআর বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ড. রাকিব আহসান বলেন, সব সিভিল ইঞ্জিনিয়ার ভূমিকম্প-সহনশীল ডিজাইনে দক্ষ নন। তিনি স্থপতি ও প্রকৌশলীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সিপিডি ও প্রশিক্ষণের গুরুত্ব 강조 করেন।


বিজ্ঞাপন


PR_Photo_2

সাবেক আইএবি সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির সতর্ক করে বলেন, অ-বৈজ্ঞানিক ভূমিকম্প পূর্বাভাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। বরং ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, জরুরি সেবায় পৌঁছানোর জন্য সড়ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো সংস্কার, আসবাবপত্র সুরক্ষিত করা, মাটির পরীক্ষা নিশ্চিত করা এবং জরুরি বহির্গমনপথ চিহ্নিত করার মতো বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি।

সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ বলেন, পোস্ট-ডিজাস্টার কাজের মাধ্যমে সরকারকে সুপারিশ প্রদান করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য হলো দেশের সবকিছুর সুরক্ষা নিশ্চিত করা এবং একসাথে বাঁচার পথ তৈরি করা।

আলোচনা থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। অংশগ্রহণকারীরা একমত, ভূমিকম্প-সম্পর্কিত ভুল ধারণা দূর করে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর