শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতকালে ফোনে ধুলাবালি ঢুকছে? পারফরম্যান্স খারাপ হওয়া রোধ করুন এইভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

শীতকালে ফোনে ধুলাবালি ঢুকছে? পারফরম্যান্স খারাপ হওয়া রোধ করুন এইভাবে
শীতকালে ফোনে ধুলাবালি ঢুকছে? পারফরম্যান্স নষ্ট হওয়া রোধ করুন এইভাবে

শীতকাল এলেই বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। শুষ্ক আবহাওয়ায় এই ধুলিকণা খুব সহজেই স্মার্টফোনের স্পিকার, চার্জিং পোর্ট, মাইক্রোফোন, ক্যামেরা লেন্সসহ বিভিন্ন অংশে ঢুকে পড়ে। এতে ফোনের পারফরম্যান্স কমে যাওয়ার পাশাপাশি সার্কিটেও সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায়, শীতে মোবাইল হ্যাং হয়ে যাওয়া, চার্জ ধরা কমে যাওয়া বা নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণও এই ধুলাবালি।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালের শুষ্ক বাতাস ফোনের ভেতরে স্ট্যাটিক চার্জ তৈরি করে। এই চার্জ ধুলা আকর্ষণ করে আরও বেশি। ফলে দীর্ঘদিন পরিষ্কার না করলে ফোনের সেন্সর, সাউন্ড সিস্টেম ও ব্যাটারি পারফরম্যান্স ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বারবার চার্জিং পোর্টে ধুলা জমলে চার্জ নিতে সমস্যা হয়, কেবল ঢিলা লাগার মতো অনুভূতিও হয়।


বিজ্ঞাপন


nosto_phone_20251026_130901343

ফোনকে এ সমস্যা থেকে রক্ষা করতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলা যেতে পারে। প্রথমত, বাইরে বের হলে ফোনকে সবসময় কভার বা পাউচের ভেতরে রাখা উচিত। বিশেষ করে খোলা মাঠ, রাস্তা বা নির্মাণাধীন জায়গার ধুলাবালিতে ফোন বেশি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, শীতকালে অন্তত সপ্তাহে একদিন ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিল নরম ব্রাশ বা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা ভালো। তবে কোনোভাবেই ধারালো জিনিস ব্যবহার করা যাবে না।

এছাড়া ঠান্ডা আবহাওয়ায় ফোনকে বারবার অত্যধিক ঠান্ডা–গরম পরিবেশে নেওয়া ঠিক নয়। এতে ধুলাবালি ও আর্দ্রতা মিলিয়ে কনডেনসেশন তৈরি হতে পারে, যা ফোনের ভেতরের সার্কিটের জন্য ঝুঁকিপূর্ণ। আর ঘরে হিটার ব্যবহার করলে ঘর আরও শুষ্ক হয়ে যায়, ফলে ধুলার পরিমাণও বাড়ে। এমন পরিবেশে ফোন ব্যবহার করলে ধুলা দ্রুত জমে।

phn


বিজ্ঞাপন


শীতকালে ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার রাখাও জরুরি। লেন্সে ধুলাবালি জমলে ছবির মান নষ্ট হয়। এর জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে পারেন। পাশাপাশি, ফোনের সিকিউরিটি কভার বা ব্যাককেস নিয়মিত পরিষ্কার না করলে সেখান থেকেও ধুলা ফোনে ঢুকতে পারে।

প্রযুক্তিবিদদের পরামর্শ, শীতকালে ফোনে সফটওয়্যার আপডেট রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা এবং ব্যাটারি সেভার ব্যবহার করলে ধুলাবালির প্রভাবে পারফরম্যান্স কমে যাওয়ার ঝুঁকিও কিছুটা এড়ানো যায়।

আরও পড়ুন: শীতকালে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়? জানুন আসল সত্য

শীতের ধুলাবালি স্মার্টফোনের বড় শত্রু হলেও সতর্ক থাকলে এ ঝুঁকি অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে ব্যবহার করলেই ফোন দীর্ঘদিন ভালো থাকবে এবং পারফরম্যান্সও আগের মতো থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর