শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট
সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট।

ভারতে বার্তা বিনিময়ের জনপ্রিয় অ্যাপ ব্যবহারে বড় পরিবর্তন আনতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দূরসংযোগ দপ্তরের সদ্য ঘোষিত দূরসংযোগ–নির্ভর সাইবার সুরক্ষা সংশোধনী বিধি, ২০২৫ অনুযায়ী এখন থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জিও চ্যাট, সিগন্যাল কিংবা আরাতাইসহ যেকোনো বার্তা আদান–প্রদানকারী অ্যাপ ব্যবহার করতে হলে তা সবসময় একটি সক্রিয় সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। সরকারের দাবি, দ্রুত বাড়তে থাকা অনলাইন প্রতারণা, ভুয়া বার্তা ও স্প্যাম কমাতেই এই নতুন নিয়ম আনা হয়েছে।

নতুন বিধি কার্যকর হলে অ্যাপের ব্যবহার পদ্ধতিতে আসবে বড় পরিবর্তন। এতদিন ব্যবহারকারী কেবল প্রথমবার সিম যাচাই করেই অ্যাপ ব্যবহার করতে পারতেন। কিন্তু এবার থেকে প্রতিটি অ্যাকাউন্টকে সবসময় সক্রিয় সিম শনাক্ত করতে হবে। মূলত সিম–সংযুক্ত পরিচয় যাচাই বাধ্যতামূলক হওয়ায় প্রতারণাকারীদের পরিচয় আড়াল করে কাজ করা কঠিন হয়ে পড়বে।


বিজ্ঞাপন


whatsapp-and-telegram-getting-familiar-with-each

নতুন নিয়মে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে অ্যাপের ওয়েব ও ডেস্কটপ) সংস্করণে। নিয়ম অনুযায়ী, ব্যবহারকারী অনলাইন সংস্করণে লগইন করার পর প্রতি ছয় ঘণ্টা অন্তর অ্যাকাউন্ট নিজে থেকেই লগআউট হয়ে যাবে। এরপর ব্যবহার করতে হলে আবার কিউআর চিত্র স্ক্যান করে পুনরায় পরিচয় যাচাই করতে হবে। সরকারের মতে, এই পদ্ধতি প্রতারণামূলক প্রবেশ ও নিষ্ক্রিয় সিম ব্যবহার করে নানা অপরাধ ঘটানো—দুটোই কমাতে সাহায্য করবে।

নতুন নির্দেশে হোয়াটসঅ্যাপকে দূরসংযোগ পরিচায়ক ব্যবহারকারী সত্তা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই বিশেষ শ্রেণি দূরসংযোগ আইনের অধীনে তৈরি হয়েছে, যা মোবাইল পরিষেবা সরবরাহকারী সংস্থার মতোই অ্যাপগুলোর ওপর কঠোর সাইবার নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের নিয়ম আরোপ করবে। ভারতজুড়ে ডিজিটাল বার্তালাপ আরও নিয়ন্ত্রিত ও সুরক্ষিত কাঠামোর মধ্যে আসবে বলে সরকার মনে করছে।

আরও পড়ুন: গুগল ম্যাপে এখন থেকে পথ দেখাবে জেমিনি এআই


বিজ্ঞাপন


ভারত সরকারের মতে, নিয়ম কার্যকর হলে প্রতারণামূলক যোগাযোগ শনাক্ত করা সহজ হবে। সেলুলার অপারেটর সমিতি জানিয়েছে, বর্তমানে অ্যাপ ও সিমের সংযোগ কেবল প্রথম ইনস্টলের সময় একবারই হয়; পরে অ্যাপ স্বাধীনভাবে কাজ করতে থাকে। এই স্বাধীনতা যেমন সুবিধা দেয়, তেমনি অপব্যবহারের সুযোগও বাড়ায়। সক্রিয় সিম–সংযুক্তি বাধ্যতামূলক হলে সেই দুর্বলতা কমবে।

হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপকে পরিবর্তনগুলো কার্যকর করতে ৯০ দিনের সময় দিয়েছে ভারত সরকার। নিয়ম সম্পূর্ণভাবে কার্যকর হলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে তাদের বার্তা বিনিময়ের অ্যাকাউন্ট আর আগের মতো স্বাধীন থাকবে না—সক্রিয় সিম যুক্ত থাকলেই তা চালু থাকবে। পাশাপাশি আরও ঘন ঘন লগইনের প্রক্রিয়ায় অভ্যস্ত হতে হবে, যা সাইবার নিরাপত্তার নতুন মান বজায় রাখবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর