গরম যেন কিছুতেই শেষ হচ্ছে না! অক্টোবর পেরিয়েও নভেম্বর এলে এখনো চলছে ফ্যান ফুল স্পিডে। অনেকে আবার এসিও চালাচ্ছেন। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই চমকে উঠছেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন—প্রতিদিন সিলিং ফ্যান চালালে মাসে আসলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
চলুন একবার সহজভাবে হিসাবটা জেনে নেওয়া যাক
বিজ্ঞাপন
একটি সাধারণ সিলিং ফ্যান কত বিদ্যুৎ খরচ করে?
সাধারণত একটি সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
ধরা যাক, আপনি প্রতিদিন ১০ ঘণ্টা ফ্যান চালান এবং ফ্যানটি ৭০ ওয়াটের।
তাহলে প্রতিদিন খরচ হবে:
বিজ্ঞাপন
৭০ ওয়াট × ১০ ঘণ্টা = ৭০০ ওয়াট = ০.৭ কিলোওয়াট (kWh)
(১ কিলোওয়াট = ১০০০ ওয়াট)
বিদ্যুতের ইউনিট ধরে হিসাব
যদি প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা,
তাহলে প্রতিদিন ফ্যান চালানোর খরচ হবে:
০.৭ × ৭.৫০ = ৫ টাকা ২৫ পয়সা।
অর্থাৎ, এক ঘণ্টা ফ্যান চালালে খরচ হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ পয়সা।

মাসিক খরচ কত?
একটি ৭০ ওয়াট ফ্যান যদি প্রতিদিন ১০ ঘণ্টা চলে,
তাহলে মাসে (৩০ দিন × ৫.২৫ টাকা) মোট খরচ হবে প্রায় ১৫৭ টাকা।
আর যদি আপনার ফ্যানটি ১০০ ওয়াটের হয়, তাহলে মাসে খরচ হবে প্রায় ২২৫ টাকা।
আরও পড়ুন: সিলিং ফ্যান একটানা কতক্ষণ চালানো যায়?
সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ কমানোর উপায়
এখন বাজারে অনেক কম বিদ্যুৎ খরচের ফ্যান পাওয়া যায়—বিশেষ করে BLDC (Brushless DC) ফ্যান। এগুলো সাধারণ ফ্যানের তুলনায় প্রায় ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। তাই মাসিক বিদ্যুৎ বিলও অনেকটা কম আসে।
এজেড

