মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগল ম্যাপসে ব্যাটারি সাশ্রয়ী ফিচার, দীর্ঘ যাত্রায় ফুরাবে না চার্জ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

গুগল ম্যাপসে ব্যাটারি সাশ্রয়ী ফিচার, দীর্ঘ যাত্রায় ফুরাবে না চার্জ
গুগল ম্যাপে ব্যাটারি সাশ্রয়ী ফিচার, দীর্ঘ যাত্রায় ফুরাবে না চার্জ

ভ্রমণের সময় পথচলার দিশা দেখাতে গুগল ম্যাপস এখন অনেক ব্যবহারকারীর স্থায়ী সঙ্গীতবে নেভিগেশনের সময় ক্রমাগত জিপিএস ব্যবহার এবং স্ক্রিন চালু থাকায় স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে গুগল কাজ করছে নতুন ব্যাটারি সাশ্রয়ী ফিচারের ওপর, যা ব্যবহারকারীর ব্যাটারি খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে।


বিজ্ঞাপন


অ্যানড্রয়েড স্মার্টফোনের জন্য গুগল ম্যাপস-এর সাম্প্রতিক এপিকে টিয়ারডাউন থেকে জানা গেছে, সংস্থা একটি বিশেষ ‘পাওয়ার সেভিং মোড’ তৈরি করছে, যা বিশেষভাবে দীর্ঘ যাত্রার সময় ব্যাটারি সাশ্রয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

ব্যাটারি সাশ্রয়ী মোড কেমন হবে

অ্যানড্রয়েড অথরিটির রিপোর্ট অনুযায়ী, গুগল ম্যাপস-এর অ্যান্ড্রয়েড সংস্করণে ২৫.৪৪.০৩.৮২৪৩১৩৬১০ নামের বেটা সংস্করণে এই নতুন ফিচারটি দেখা গেছে। কোড বিশ্লেষণ থেকে জানা গেছে, মোডটি চালু হলে স্ক্রিনে শুধু প্রয়োজনীয় নেভিগেশন তথ্য যেমন মোড়ের দিক, দূরত্ব ও রুট নির্দেশনা দেখানো হবে। ফলে স্ক্রিনের উজ্জ্বলতা ও গ্রাফিক উপাদান কমানো সম্ভব হবে এবং বিদ্যুৎ খরচও কমবে।

ফিচারটি কীভাবে কাজ করবে


বিজ্ঞাপন


রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় শুধুমাত্র পাওয়ার বোতাম চাপ দিয়ে মোডটি চালু করতে পারবেন। এছাড়াও গুগল ম্যাপস-এর সেটিংস থেকে সরাসরি পাওয়ার সেভিং মোড সক্রিয় করা যাবে। মোডটি চালু হলে অ্যাপের ইন্টারফেস মোনোক্রোম ডিজাইনে পরিণত হবে, যেখানে রঙিন মানচিত্রের পরিবর্তে ধূসর-সাদা টোনে কেবল প্রয়োজনীয় তথ্য দেখানো হবে।

রাস্তার নাম ছাড়া অপ্রয়োজনীয় টেক্সট বা গ্রাফিক্স বাদ যাবে, ফলে স্ক্রিনে প্রদর্শিত বিষয়বস্তু অনেক সহজ ও হালকা হবে।

inner_maps

দীর্ঘ যাত্রার জন্য উপকারিতা

এই মোড বিশেষভাবে তাদের জন্য সহায়ক, যারা দীর্ঘ সময় ধরে নেভিগেশন ব্যবহার করেন। মোড চালু করলে প্রায় এক থেকে দুই ঘণ্টা অতিরিক্ত ব্যাটারি জীবন পাওয়া সম্ভব হতে পারে। ব্যাটারি কম থাকলেও ব্যবহারকারীরা যাত্রাপথে দিশা হারাতে বাধ্য হবেন না এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

গুগল ম্যাপস আরও কার্যকর হচ্ছে

এই নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপস আরও কার্যকর এবং ব্যবহারবান্ধব হয়ে উঠবে। চলতি বছরে সংস্থা ইতিমধ্যেই বেশ কিছু বড় আপডেট এনেছে। আগস্টে জেমিনি লাইভ যোগ করা হয়েছে, যা বাস্তব-সময় সাহায্য উন্নত করেছে। মার্চে গুগল চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভ্রমণ পরিকল্পনা, যেখানে অনুসন্ধান, ম্যাপস ও লেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ওভারভিউ যুক্ত হয়েছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ আনল পাসওয়ার্ড ছাড়া ব্যাকআপ সুরক্ষার সুবিধা

যদিও গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে এই মোড সব ব্যবহারকারীর জন্য স্থিতিশীল সংস্করণে আসবে কি না, তবে পরীক্ষামূলক পর্যায়ে এর কার্যকারিতা দেখে মনে হচ্ছে এটি ভবিষ্যতে গুগল ম্যাপস-এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হবে।

নতুন ব্যাটারি সাশ্রয়ী মোডের মাধ্যমে দীর্ঘ যাত্রায় ব্যাটারি সাশ্রয় সম্ভব হবে এবং ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে নেভিগেশনের সুবিধা নিতে পারবেনযা ভ্রমণপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক সুখবর।

এই সম্পর্কিত আরও নিউজ পড়ুন: গুগল, স্মার্টফোন, ফিচার

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর