শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

অভ্র-বিজয় ছাড়াই ফোনে বাংলা লেখার উপায় 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

অভ্র-বিজয় ছাড়াই ফোনে বাংলা লেখার উপায় 

স্মার্টফোনে এখন বেশিরভাগ মানুষ বাংলায় মেসেজ আদান-প্রদান করতে অভ্যস্ত হয়ে উঠেছেন। ফোনে বাংলা লেখার জন্য জনপ্রিয় অ্যাপ অভ্র। এছাড়াও বিজয় ইউনিকোডও ব্যবহৃত হয়। এসব অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে ফোনে স্টোরেজের প্রয়োজন হয়। এছাড়াও এসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে ব্যাটারির চার্জ নষ্ট করে। তাই ফোনে বাংলা লিখতে গুগল কিপ্যাড ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে সহজেই বাংলা লিখতে পারেন।

বাংলা ফন্ট সেট করার জন্য কোনও বিশেষ অ্যাপের দরকার নেই। কারণ প্রতিটি অ্যানড্রয়েড ফোনেই রয়েছে বাংলা ফন্ট। এবং সেই বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। 


বিজ্ঞাপন


bangla

কীভাবে ফোনে বাংলা ফন্ট সেট করবেন?

প্রথমে ফোনের Settings অপশনে যান।
এরপর একদম উপরে টাইপ করুন Language.
টাইপ করার পর প্রথমেই আসবে Language & Input অপশন।
ওই অপশনে ট্যাপ করুন। তাহলে একটি নতুন ট্যাব খুলবে।
এরপর সেখানে রয়েছে Add Language। সেখানে ট্যাপ করুন।
ওখানে ক্লিক করলে একাধিক Language দেখা যাবে। টাইপ করুন Bengali.
সেখানে ট্যাপ করলেই বাংলা ভাষা যুক্ত হবে।

bangal


বিজ্ঞাপন


এরপর আপনি যেখানেই টাইপ করুন না কেন সব জায়গাতেই বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই টাইপ করতে পারবেন।

কীভাবে টাইপ করার সময় ভাষা পরিবর্তন করবেন?

টাইপ করার সময় ফোনের টাইপিং কি বোর্ডে স্পেসবারে লং ট্যাপ করুন। তাহলে সেখানে একটি অপশন দেখা যাবে। যেখানে রয়েছে বাংলা এবং অন্য ভাষায় লেখার অপশন। আপনি যে ভাষায় টাইপ করতে চাইছেন সেই ভাষা সিলেক্ট করলেই লেখা সম্ভব হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর