বর্তমান যুগে প্রায় সব বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান—অ্যাপল, স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস বা অপো—তাদের ফোনের নামের শেষে ‘প্রো’ বা ‘ম্যাক্স’ শব্দ ব্যবহার করছে। কিন্তু অনেকেই জানেন না, আসলে এই শব্দগুলোর মানে কী। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো কী বোঝায় স্মার্টফোনের প্রো ও ম্যাক্স মডেল।
প্রো মডেল মানে কী
বিজ্ঞাপন
‘প্রো’ শব্দটি এসেছে ‘Professional’ শব্দ থেকে, যার মানে পেশাদার মানের। যখন কোনো ফোনের নামের শেষে ‘প্রো’ লেখা থাকে, তখন বোঝানো হয় সেটি একই সিরিজের সাধারণ মডেলের তুলনায় উন্নত বা উচ্চক্ষমতার সংস্করণ।

প্রো মডেলের মূল বৈশিষ্ট্য:
উন্নত প্রসেসর বা চিপসেট
ভালো ক্যামেরা সিস্টেম (বিশেষ করে টেলিফটো লেন্স)
উন্নত ডিসপ্লে প্রযুক্তি (যেমন ১২০ হার্জ রিফ্রেশ রেট)
প্রিমিয়াম গঠন (গ্লাস বা মেটাল বডি)
অতিরিক্ত সফটওয়্যার বা পারফরম্যান্স ফিচার
বিজ্ঞাপন
অর্থাৎ, প্রো মডেল সাধারণত কর্মক্ষমতা ও অভিজ্ঞতার দিক থেকে পেশাদার ব্যবহারকারীদের জন্য উপযোগী করে তৈরি হয়।

ম্যাক্স মডেল মানে কী
‘ম্যাক্স’ শব্দের অর্থ ‘Maximum’ বা ‘সর্বাধিক’। স্মার্টফোনে এই শব্দটি মূলত আকার ও ক্ষমতার দিক থেকে বড় সংস্করণ বোঝাতে ব্যবহৃত হয়।
ম্যাক্স মডেলের বৈশিষ্ট্য:
বড় পর্দা (সাধারণত ৬.৭ ইঞ্চি বা তার বেশি)
বেশি ব্যাটারি ক্ষমতা
বড় ক্যামেরা সেন্সর বা উন্নত অপটিক্যাল সিস্টেম
প্রো মডেলের প্রায় সব ফিচার থাকলেও আকারে ও শক্তিতে বেশি
উদাহরণ হিসেবে বলা যায়, ‘iPhone ১৭ Pro Max’ হলো একই সিরিজের সবচেয়ে বড় এবং উন্নত সংস্করণ।

প্রো ও ম্যাক্স মডেলের পার্থক্য
স্মার্টফোনের সাধারণ বা স্ট্যান্ডার্ড মডেল হলো মূল সংস্করণ, যেখানে থাকে স্বাভাবিক ফিচার ও সাধারণ মানের পারফরম্যান্স। এর পরের ধাপে আসে ‘প্রো’ মডেল, যা একই সিরিজের উন্নত সংস্করণ হিসেবে পরিচিত। প্রো মডেলে সাধারণত শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন ব্যবহৃত হয়। অন্যদিকে ‘ম্যাক্স’ মডেল মূলত বড় সংস্করণ বোঝায়—এর পর্দা বড় হয়, ব্যাটারিও বেশি ক্ষমতার হয়, ফলে দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। আর ‘প্রো ম্যাক্স’ হলো পুরো সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ, যেখানে প্রো মডেলের সব ফিচারের সঙ্গে যুক্ত হয় বড় আকার ও শক্তিশালী ব্যাটারি। অর্থাৎ, প্রো ম্যাক্স মডেলকে বলা যায় সেই সিরিজের সর্বোচ্চ বা ফ্ল্যাগশিপ ফোন।
পরিশেষে বলা যায়, ‘প্রো’ মানে উন্নত ফিচার, আর ‘ম্যাক্স’ মানে বড় আকার ও বেশি ক্ষমতা। তাই স্মার্টফোন কেনার সময় এই শব্দগুলো দেখে সহজেই বোঝা যায় কোন মডেলটি পারফরম্যান্সের জন্য আর কোনটি বড় আকারের অভিজ্ঞতার জন্য তৈরি।
আরও পড়ুন: ফোন কত দিন টানা ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়?
এই নামগুলো শুধু বাজার কৌশল নয়; বরং ক্রেতাকে তার প্রয়োজন অনুযায়ী সঠিক ফোন বেছে নিতে সহায়তা করে।
এজেড

