মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কল ড্রপ

ফোনে কথা বলার সময় কল কেটে যায়? জানুন কার্যকর সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ফোনে কথা বলার সময় কল কেটে যায়? জানুন কার্যকর সমাধান
ফোনে কল ড্রপ হলে কী করবেন?

আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কল করা, বার্তা পাঠানো কিংবা ইন্টারনেট ব্যবহার—সবকিছুই এখন এই ডিভাইসের ওপর নির্ভরশীল। কিন্তু অনেক সময় ফোনে কথা বলার মাঝেই কল কেটে যায় বা নেটওয়ার্ক হঠাৎ হারিয়ে যায়। এর ফলে গুরুত্বপূর্ণ কথোপকথন ব্যাহত হয় এবং ঝামেলায় পড়তে হয়। তবে চিন্তার কিছু নেই—এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান রয়েছে।

১. ফোনটি রিস্টার্ট করুন


বিজ্ঞাপন


অনেক সময় ফোনে ছোটখাটো সফটওয়্যার সমস্যা দেখা দেয়, যা শুধু পুনরায় চালু করলেই ঠিক হয়ে যায়। এতে ফোনটি নতুন করে নেটওয়ার্ক সার্চ করে এবং সঠিক সংযোগ পুনরুদ্ধার হয়।

২. এরোপ্লেন মোড অন–অফ করুন

যদি হঠাৎ নেটওয়ার্ক চলে যায়, তাহলে ১০–১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করে আবার বন্ধ করুন। এতে ফোনটি নেটওয়ার্ক পুনরায় খুঁজে পায় এবং সংযোগ স্থাপন করে।

৩. সিম কার্ড পরীক্ষা করুন


বিজ্ঞাপন


সঠিকভাবে সিম কার্ড বসানো আছে কিনা তা নিশ্চিত করুন। সিমটি খুলে পরিষ্কার করে আবার সেট করুন। কখনও কখনও আলগা বা নোংরা সিম কার্ডের কারণেও কল ড্রপ হতে পারে।

৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

ফোনের “Settings” থেকে “Network Settings Reset” অপশনটি ব্যবহার করতে পারেন। এতে পুরোনো ভুল কনফিগারেশন মুছে গিয়ে নেটওয়ার্ক সংযোগ উন্নত হয়।

drop_pic

৫. নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন

অটো মোডে ফোন সব সময় সঠিক নেটওয়ার্ক খুঁজে পায় না। “Mobile Network” থেকে ৪জি, ৩জি বা ২জি মোড ম্যানুয়ালি নির্বাচন করে দেখুন কোনটিতে ভালো সিগন্যাল পাওয়া যাচ্ছে।

৬. ফোনের সফটওয়্যার আপডেট করুন

পুরনো সফটওয়্যারে নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত “System Update” চেক করে নতুন ভার্সন ইনস্টল করুন।

আরও পড়ুন: নতুন ফোনে বেশি চার্জ খাচ্ছে? জানুন সমাধান

৭. গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করুন

উপরের সব পদ্ধতি কাজ না করলে নিজের মোবাইল অপারেটরের হেল্পলাইনে যোগাযোগ করুন। সিম বা নেটওয়ার্কে টেকনিক্যাল সমস্যা থাকলে তারা সমাধান দিতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর