বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭০০০ এমএএইচ ব্যাটারির এই ফোন মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

৭০০০ এমএএইচ ব্যাটারির এই ফোন মাত্র ১৫ মিনিটে হবে ৫০ শতাংশ চার্জ হবে
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের জনপ্রিয় জিটি সিরিজে নতুন সংযোজন আনতে চলেছে।

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের জনপ্রিয় জিটি সিরিজে নতুন সংযোজন আনতে চলেছে। সংস্থাটি জানিয়েছে, রিয়েলমি জিটি ৮ সিরিজ আগামী ২১ অক্টোবর উন্মোচিত হবে। এই সিরিজে থাকবে দুটি মডেল — জিটি ৮ এবং জিটি ৮ প্রো। উন্মোচনের আগে কোম্পানির পক্ষ থেকে একের পর এক তথ্য প্রকাশ করা হচ্ছে। এবার রিয়েলমি নিশ্চিত করেছে, জিটি ৮ প্রো মডেলে থাকবে বিশাল ক্ষমতার ব্যাটারি ও অতি-দ্রুত চার্জিং সুবিধা।

রিয়েলমি জিটি ৮: ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ ওয়াট দ্রুত চার্জিং


বিজ্ঞাপন


রিয়েলমির প্রকাশিত পোস্টারে দেখা গেছে, জিটি ৮ প্রো মডেলে থাকছে ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি, যা বাজারে থাকা বেশিরভাগ উচ্চমানের ফোনের তুলনায় অনেক বড়। আরও চমকপ্রদ বিষয় হলো এর চার্জিং ক্ষমতা — ফোনটি ১২০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, মাত্র ১৫ মিনিটে শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ হয়ে যাবে। পাশাপাশি, এতে থাকবে ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজতা আনবে। ফোনটিতে ‘বাইপাস চার্জিং’ ফিচারও থাকবে, ফলে গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হবে না। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র ৮ দশমিক ২০ মিলিমিটার, যা একে আরও আকর্ষণীয় চেহারা দেয়।

ডিসপ্লে ও নকশায় প্রিমিয়াম অভিজ্ঞতা

লিক হওয়া তথ্যে জানা গেছে, রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে থাকবে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ওএলইডি (OLED) পর্দা, যার রেজোলিউশন হবে ২কে এবং এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে থাকবে আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদভাবে ফোন আনলক করতে সহায়তা করবে। পর্দায় ডলবি ভিশন সাপোর্ট থাকায় রঙের মান ও কনট্রাস্ট আরও উন্নত হবে।

main_realmi


বিজ্ঞাপন


ক্যামেরায় নতুন উদ্ভাবন

ছবির ক্ষেত্রে রিয়েলমি এবার নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে। ফোনটিতে থাকবে রিকো সার্টিফায়েড ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। পাশাপাশি থাকবে আরও দুটি সেন্সর— একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, যা সম্ভবত স্যামসাং এইচপি৫ সেন্সর হতে পারে। কোম্পানির দাবি, ফোনটি ১২০ ফ্রেম-প্রতি-সেকেন্ড গতিতে ৪কে ভিডিও ধারণ করতে সক্ষম হবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এর পরিবর্তনযোগ্য ক্যামেরা মডিউল, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী লেন্স বদলাতে পারবেন।

অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার

অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি চলবে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭ সফটওয়্যারে। এতে থাকবে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্তি, নানা কাস্টমাইজেশনের সুযোগ এবং উন্নত পারফরম্যান্স অপটিমাইজেশন।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে আনলক করার উপায়

চীনে উন্মোচিত হতে যাওয়া রিয়েলমির এই নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘রিয়েলমি জিটি ৮ প্রো’ নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে এক নতুন মানদণ্ড তৈরি করতে যাচ্ছে। বিশাল ব্যাটারি, অতিদ্রুত চার্জিং, উন্নত পর্দা ও প্রিমিয়াম ক্যামেরা—সব মিলিয়ে এটি উচ্চমানের পারফরম্যান্সপ্রেমী ব্যবহারকারীদের জন্য হতে পারে এক আদর্শ পছন্দ। এখন শুধু অপেক্ষা ২১ অক্টোবরের, যখন রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে তাদের এই শক্তিশালী ডিভাইসটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর