বিনামূল্যে ইউটিউব ব্যবহার করতে গেলে সাধারণত ভিডিও দেখতে শুরু করার আগে বা চলাকালীন সময়ে বিজ্ঞাপন দেখতে হয়। ছোট-বড় বিজ্ঞাপন প্রায় সব সময় বিরক্তিকর হয়ে দাঁড়ায়। সম্প্রতি জানা গেছে, সংস্থা কিছু ভিডিওতে একবারে পাঁচটি বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে, যা স্কিপ বা এড়িয়ে যাওয়া যাবে না।
সাধারণত বড় ভিডিও (যেমন সিনেমা)তে বেশি বিজ্ঞাপন দেখানো হলেও ছোট ভিডিওতে দুইটির বেশি বিজ্ঞাপন দেখা যেত না। কিন্তু নতুন ব্যবস্থায় ফ্রি ব্যবহারকারীদের প্রতিটি ভিডিওতে পাঁচটি ‘আনস্কিপেবল’ (স্কিপ করা যাবে না) বিজ্ঞাপন দেখা দিতে পারে। তবে ইউটিউব জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো দীর্ঘ হবে না, এবং প্রতিটি ‘বাম্পার বিজ্ঞাপন’ মাত্র ৬ সেকেন্ড থাকবে। অর্থাৎ, পাঁচটি বিজ্ঞাপন দেখলে মোট সময় লাগবে প্রায় ৩০ সেকেন্ড, যা ব্যস্ত জীবনে অনেকের কাছে বিরক্তিকর হতে পারে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন এড়ানোর উপায়
ফ্রি ইউজার হিসেবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার দুটি উপায় আছে:
ডেস্কটপে ক্রোমের বিজ্ঞাপন ব্লকার এক্সটেনশন ব্যবহার: এই উপায়ে বিনামূল্যে ভিডিও দেখার সময় বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া যায়।
বিজ্ঞাপন
প্রিমিয়াম সাবস্ক্রিপশন: এটি ফ্রি নয়। ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা খরচ করতে হবে। এর মাধ্যমে আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন। ইউটিউব মিউজিক অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। ভিডিও ডাউনলোড করার সুবিধা পাবেন
‘ছবি-ভিতরে-ছবি’ (পিকচার-ইন-পিকচার) মোড চালু করতে পারবেন
আরও পড়ুন: স্মার্টফোন দিনে কতবার চার্জ দেওয়া উচিত?
সংক্ষেপে, যারা বিরক্তিকর বিজ্ঞাপন এড়িয়ে ইউটিউব উপভোগ করতে চান, তাদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা বিজ্ঞাপন ব্লকার এক্সটেনশন কার্যকর সমাধান।
এজেড

