স্মার্টফোনের দুনিয়ায় ফের একবার বড় চমক দিতে চলেছে শাওমির রেডমি। চীনা কোম্পানিটি খুব শিগগিরই বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন রেডমি টার্বো ৫। যা ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং স্পিড—দুই দিক থেকেই নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটি চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে যে ডিভাইসটির লঞ্চ আর বেশি দেরি নেই। এরই মধ্যে, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির ব্যাটারি এবং অন্যান্য ফিচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
৯০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
বিজ্ঞাপন
লিক হওয়া তথ্য অনুযায়ী, রেডমির এই ফোনে থাকবে বিশাল ৯০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এত বড় ব্যাটারি সাধারণত ট্যাবলেট বা গেমিং ফোনেই দেখা যায়, তাই এই ফোনটি দৈনন্দিন ব্যবহারে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দেবে বলেই মনে করা হচ্ছে। টিপস্টার জানিয়েছেন, রেডমির এই ফোনটি সংস্থার এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন হতে চলেছে।

উন্নত ডিসপ্লে ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ফোনটিতে দেওয়া হতে পারে ১.৫কে রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে ফ্ল্যাট প্যানেল ডিজাইন ও রাউন্ডেড কর্নার। এতে থাকবে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সাধারণ অপটিকাল সেন্সরের তুলনায় আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে। ফোনটির ডিজাইন আগের প্রজন্মের মতোই সিম্পল কিন্তু প্রিমিয়াম লুক ধরে রাখবে বলে জানা গিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোল্ড-আউট ক্যামেরার বিশ্বের প্রথম ‘রোবট ফোনে’র টিজার উন্মোচন
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, টার্বো ৫-এ ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসর, যা উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স দেবে। ফোনটিতে থাকবে আইপি ৬৮ এবং আইপি ৬৯ রেটিং, অর্থাৎ এটি সম্পূর্ণ পানিরোধী এবং ধুলারোধী হবে। ফলে দুর্ঘটনাবশত পানিতে পড়লেও ফোনটি নিরাপদ থাকবে।
সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
টিপস্টারদের মতে, রেডমি তাদের এই শক্তিশালী ফোনটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে চীনে লঞ্চ করতে পারে। প্রথমে এটি চীনে আসলেও পরবর্তীতে আন্তর্জাতিক বাজারেও উন্মুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রেডমির টার্বো সিরিজ সাধারণত মিড-রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়, তাই এই মডেলটি সেই ঐতিহ্য আরও শক্ত করবে।
এজেড

