শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

WhatsApp Tips and Tricks

গোপনে আপনার হোয়াটসঅ্যাপ কেউ ব্যবহার করছে না তো? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম

শেয়ার করুন:

গোপনে আপনার হোয়াটসঅ্যাপ কেউ ব্যবহার করছে না তো? 
ইন্টারনেটের এই যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।

ইন্টারনেটের এই যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত আলাপ—সব ক্ষেত্রেই এই অ্যাপের ব্যবহার বেড়েই চলেছে। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে? এতে ব্যক্তিগত বার্তা, ছবি এমনকি তথ্যও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ পদক্ষেপ মেনে চললেই জানা সম্ভব আপনার WhatsApp অন্য কেউ ব্যবহার করছে কি না। জেনে নিন সেই পদ্ধতিগুলো—


বিজ্ঞাপন


Linked Devices চেক করার উপায়

WhatsApp খুলে Settings > Linked Devices-এ যান।

কোনও অজানা ডিভাইস বা ব্রাউজার (যেমন Chrome, Edge, Windows) যুক্ত আছে কি না, তা ভালোভাবে দেখুন।

সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে “Log out from all devices” সিলেক্ট করুন।


বিজ্ঞাপন


WhatsApp Web বা ডেস্কটপ লগইন নোটিফিকেশন

যদি কেউ WhatsApp Web বা ডেস্কটপ সংস্করণে লগ ইন করে, ব্যবহারকারীর ফোনে একটি নোটিফিকেশন চলে আসে। এ ধরনের নোটিফিকেশন পেলে তা যাচাই করা জরুরি।

অপরিচিত চ্যাট বা বার্তা খুঁজে দেখুন

চ্যাট লিস্টে হঠাৎ অজানা বার্তা বা নতুন গ্রুপ তৈরি হওয়া, এমনকি এমন কোনো মেসেজ যা আপনি লেখেননি—এসবই হতে পারে অননুমোদিত প্রবেশের ইঙ্গিত।

‘Last Seen’ বা ‘Online’ স্ট্যাটাসে অস্বাভাবিকতা

নিজে অফলাইনে থাকা সত্ত্বেও WhatsApp অ্যাকাউন্ট ‘Online’ দেখালে বুঝতে হবে কিছু একটা গড়বড় আছে।

Security Code নোটিফিকেশন চালু রাখুন

WhatsApp এনক্রিপশন কোড পরিবর্তন হলে নোটিফিকেশন দেয়।
এর জন্য— Settings > Account > Security > Show Security Notifications অপশনটি চালু রাখুন।

সন্দেহ হলে যা করবেন

সমস্ত Linked Devices থেকে লগ আউট করুন।

Two-step verification (2FA) চালু করুন।

ফোনের স্ক্রিন লক কোড পরিবর্তন করুন।

সন্দেহজনক অ্যাপ বা ফাইল মুছে ফেলুন।

প্রয়োজনে WhatsApp Support-এ রিপোর্ট করুন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

সতর্ক থাকুন

WhatsApp হ্যাকিং বা অননুমোদিত ব্যবহারের ঘটনা দিন দিন বাড়ছে। তাই নিয়মিত নিরাপত্তা সেটিংস পরীক্ষা করা, সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখা এবং দুই স্তরের যাচাই (2FA) সক্রিয় রাখাই নিরাপদ থাকার মূল চাবিকাঠি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর