ভারতে লঞ্চ হয়েছে অপো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন। ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার মূল রেনো ১৪ মডেলের মতোই, তবে উৎসবের জন্য এতে কিছু বিশেষ ফিচার সংযোজিত হয়েছে। ফোনের রিয়ার প্যানেলে মান্ডালা আর্টের ডিজাইন রয়েছে এবং এর সঙ্গে GlowShift প্রযুক্তি থাকছে, যা ব্যবহারকারীর দেহের তাপমাত্রা অনুযায়ী পেছনের রঙ পরিবর্তন করবে। উদাহরণস্বরূপ, ফোনের রঙ কালো থেকে সোনালি রঙে রূপান্তরিত হতে পারে।
এ ফোনটি একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ রুপি, তবে ফেস্টিভ অফারে ক্রেতারা এটি ৩৬,৯৯৯ রুপি দামে কিনতে পারবেন। ফোনটি পাওয়া যাবে অপো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকে।
বিজ্ঞাপন
ক্রেতাদের জন্য রয়েছে নানা সুবিধা। রেনো ১৪ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ৬ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা পাবেন। এছাড়া ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ক্রেডিট কার্ড ইএমআই-তে প্রায় ৩,০০০ রুপি পর্যন্ত ছাড় এবং ক্রেডিট নন-ইএমআই-তে ২,০০০ রুপি পর্যন্ত ছাড় (নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে) পাওয়ার সুযোগ আছে। প্রথম সারির ফিনান্সিয়ারদের থেকে ৮ মাস পর্যন্ত জিরো ডাউন পেমেন্ট স্কিম পাওয়ার সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: অপো এ৬ ৫জি: শক্তিশালী ব্যাটারি নিয়ে নতুন ফোন
তাছাড়া, ক্রেতারা ৩০০০ রুপি পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ৩ মাসের জন্য গুগল ওয়ান ২ টিবি ক্লাউড এবং জেমিনি অ্যাডভান্স সুবিধা (মূল্য ৫,২০০ রুপি) পাবেন। এর সঙ্গে ৬ মাসের জন্য ১০টি ওটিটি অ্যাপের ফ্রি প্রিমিয়াম এক্সেসও রয়েছে, যা জিও-র ১,১৯৯ রুপি প্রিপেড প্ল্যানের জন্য প্রযোজ্য।
এই সুবিধাগুলো বিবেচনায় নিয়ে বলা যায়, অপো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় ফেস্টিভ অফার। ফোনটি মূল মূল্যের তুলনায় অনেক কম দামে কেনা সম্ভব এবং এতে রয়েছে প্রযুক্তিগত ও ডিজাইন সংক্রান্ত কিছু বিশেষ ফিচার।
বিজ্ঞাপন
এজেড

