মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

YouTube Premium Lite: বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

YouTube Premium Lite: বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে

বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে অ্যাড ছাড়াই ভিডিও দেখার সুযোগ আনল। যারা বিজ্ঞাপন দেখতে চান না তারা অল্প কিছু খরচ দিয়েই ইউটিউব প্রিমিয়াম লাইট ফিচার উপভোগ করতে পারবেন।  
  
এটি একটি বাজেট-ফ্রেন্ডলি প্ল্যান, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব কম খরচে অ্যাড-ফ্রি ভিডিওর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। তবে এর সঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যা জানা দরকার।

নতুন সাবস্ক্রিপশন প্ল্যানটির মাসিক খরচ ধরা হয়েছে ১০০ টাকার আশেপাশে। যদিও ফিচারটি এখনো বাংলাদেশে চালু হয়নি। সম্প্রতি ভারতে ফিচারটি চালু হয়েছে। ওই দেশে মাত্র ৮৯ রুপি দিয়ে মাসিজ সাবক্রিপশন কেনা যাচ্ছে।


বিজ্ঞাপন


 দাম হিসেবে এটি যথেষ্ট সাশ্রয়ী, কারণ এটি ইউটিউব প্রিমিয়াম স্টুডেন্ট প্ল্যানের সমান। এই প্ল্যানে ব্যবহারকারীরা গেমিং, ফ্যাশন, বিউটি, নিউজ এবং আরও বহু ক্যাটেগরির ভিডিও অ্যাড-ফ্রি দেখতে পারবেন। তবে ইউটিউবের তরফে পরিষ্কার করে বলা হয়নি যে “most videos ad-free” বলতে ঠিক কত শতাংশ ভিডিও বোঝানো হয়েছে। অর্থাৎ কোন ভিডিওতে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ থাকবে আর কোথাও থাকবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

w-1280,h-720,format-jpeg,imgid-01jszxaabae5wnrcdjv2am4fpd,imgname-whatsapp-image-2025-04-29-at-10.04.05-am-1745901398378
   
যদিও দাম কম, তবে এর সঙ্গে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। ইউটিউব প্রিমিয়াম লাইট-এ ব্যবহারকারীরা YouTube Music-এর সুবিধা পাবেন না। অথচ রেগুলার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে শুধুমাত্র ইউটিউবের প্রিমিয়াম ফিচারই নয়, YouTube Music-এর ফ্রি অ্যাক্সেসও দেওয়া হয়। ফলে যারা মিউজিক কনটেন্ট শোনার জন্য সাবস্ক্রিপশন নিতে চান, তাদের এই প্ল্যান কার্যকর হবে না।

রেগুলার ইউটিউব প্রিমিয়াম-এ শুধু বিজ্ঞাপনমুক্ত ভিডিওই নয়, ব্যবহারকারীরা আরও বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার পান। এর মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা, অফলাইন মোডে ভিডিও ডাউনলোড করার অপশন এবং ইউটিউব মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন। অন্যদিকে, ইউটিউব প্রিমিয়াম লাইট শুধুমাত্র বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দেবে।

সব ডিভাইসে চলবে নতুন প্ল্যান

কোম্পানি জানিয়েছে, এই প্ল্যানটি ব্যবহার করা যাবে সব ধরনের ডিভাইসে—স্মার্টফোন, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভি—সবখানেই। তবে ইউটিউব মিউজিক কনটেন্ট, শর্টস, এবং সার্চ বা ব্রাউজিং-এর সময় বিজ্ঞাপন দেখা যেতে পারে। ফলে ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে এটি কেবলমাত্র ভিডিও দেখার সময় অ্যাড-ফ্রি অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন: ফেসবুকে লং ভিডিও কেন রিলস ফরম্যাটে ভেঙে কয়েকটি পার্টে আপলোড হয়?

সব মিলিয়ে, YouTube Premium Lite একটি সস্তা ও সহজ সমাধান, যারা মূলত বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চান তাদের জন্য। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর