সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর শুরু বুধবার 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর শুরু বুধবার 
২০১৬ থেকে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন

‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি। ২০১৬ থেকে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ)। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স কর্তৃক এই ক্যাম্পেইনে অফিসিয়ালি যুক্ত হয়েছে সিসিএএফ। 

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডাটা টেকনোলজিস ও ফাইবার এট হোম-এর পৃষ্ঠপোষকতায় এবং ১৪টি সামাজিক সংগঠনের প্লাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের (সিএসডব্লিউসি) সহযোগিতায় দেশজুড়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে।   


বিজ্ঞাপন


Cybersecurity
যথারীতি মাসব্যাপী কর্মসূচিকে চার সপ্তাহে ভাগ করে বিষয়ভিত্তিক প্রচারকাজ চালানো হবে

এ উপলক্ষে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে আয়োজকরা জানান, যথারীতি মাসব্যাপী কর্মসূচিকে চার সপ্তাহে ভাগ করে বিষয়ভিত্তিক প্রচারকাজ চালানো হবে। প্রথম সপ্তাহে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার বিষয় থাকবে। এসব মৌলিক নিয়ম মানা না হলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে অক্টোবর মাসব্যাপী প্রচারকাজ চলবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সিসিএএফের কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। এছাড়া মানবাধিকার সংগঠন, আইনজীবী, প্রযুক্তি পেশাজীবীদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এসএমএস ও ইমেইল ক্যাম্পেইন, গণমাধ্যমে প্রবন্ধ প্রচারসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। সারাদেশ থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। এজন্য বাংলায় দিকনির্দেশনামূলক টুলকিট প্রদান করবে সিসিএএফ। ccabd.org ওয়েবসাইটে মাসব্যাপী কর্মসূচি সম্পর্কে জানা যাবে।  


বিজ্ঞাপন


CAM_Logo_with_slogan
২০০৪ সাল থেকে বিভিন্ন দেশে পালিত হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর 

সরকারি-বেসরকারি দফতর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সমিতি/সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছে সিসিএএফ।   
 
উল্লেখ্য, নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধ ১৪ টি সংগঠনকে নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)’ । এই প্লাটফর্মের আহ্বায়ক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), যুগ্ম আহ্বায়ক সাইবার ক্রাইম অ্যাওয়্যারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) এবং সদস্য সচিব নারীপক্ষ। এছাড়া আরও ১১টি সদস্য সংগঠনের মধ্যে আছে-আইন ও শালিস কেন্দ্র (আসক), অরোধ্য ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিন, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভলাপম্যান্ট (আই.আই.ডি), দ্যা টেক অ্যাকাডেমি, ব্র্যাক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ), বাংলাদেশ মহিলা পরিষদ, সাইবার টিনস, ডিজিটালি রাইট লিমিটেড ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। -বিজ্ঞপ্তি 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর