বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Random access memory

ফোনের RAM এর কাজ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

ফোনের RAM-এর মূল কাজগুলো জানুন।
RAM (Random Access Memory) হলো স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার।

RAM (Random Access Memory) হলো স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। একে সহজ ভাষায় ফোনের অস্থায়ী মেমোরি বা কাজের জায়গা বলা যায়। যখন আপনি ফোন ব্যবহার করেন, তখন অ্যাপ, গেম, ব্রাউজার বা অন্যান্য সফটওয়্যারের ডেটা সাময়িকভাবে RAM-এ সেভ হয়।

ফোনের RAM-এর মূল কাজগুলো হলো—

অ্যাপ চালানো সহজ করা

ফোনে আপনি যে অ্যাপ খুলেন, তার ডেটা RAM-এ জমা হয়। ফলে অ্যাপ দ্রুত চালু হয় এবং মসৃণভাবে কাজ করে।

মাল্টিটাস্কিং সাপোর্ট দেওয়া

একই সঙ্গে একাধিক অ্যাপ চালাতে চাইলে RAM প্রয়োজন। বেশি RAM থাকলে একসঙ্গে বেশি অ্যাপ খোলা যায়, ফোন স্লো হয় না।


বিজ্ঞাপন


দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করা

ফোনে গেম খেলার সময় বা ভারী সফটওয়্যার ব্যবহারের সময় RAM দ্রুত ডেটা প্রসেস করে, ফলে ল্যাগ কমে যায়।

ram2

অস্থায়ী ডেটা সংরক্ষণ

RAM হলো ফোনের অস্থায়ী মেমোরি। ফোন বন্ধ করলে বা রিস্টার্ট করলে RAM-এর সব ডেটা মুছে যায়।

ব্যাটারি ও প্রসেসরের চাপ কমানো

RAM বেশি হলে প্রসেসরকে বারবার স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, এতে ফোন দ্রুত কাজ করে ও ব্যাটারি খরচ কিছুটা কম হয়।

আরও পড়ুন: ওয়েবসাইট কুকি: Accept করলেই কি বিপদ? জেনে নিন কী করবেন

সংক্ষেপে: RAM যত বেশি হবে, ফোন তত বেশি স্মুথ ও দ্রুতগতির মনে হবে, বিশেষ করে মাল্টিটাস্কিং ও গেমিংয়ের সময়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর