মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার
ভারতীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা সাশ্রয়ী দামের অ্যানড্রয়েড ফোন বাজারে এনেছে।

ভারতীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা সাশ্রয়ী দামের অ্যানড্রয়েড ফোন বাজারে এনেছে। যার মডেল লাভা বোল্ড এন১। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫-এ পাওয়া যাচ্ছে লাভার এই মডেলটি। যার দাম মাত্র ৫ হাজার ৩৯৯ রুপি। বিশেষ ছাড়ে হ্যান্ডসেটটি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে কোম্পানিটি। 

সাশ্রয়ী দামের ফোন ছাড়াও কোম্পানিটি সুলভে আরও কিছু মডেল বাজারে এনেছে। এগুলোর মধ্যে আছে অগ্নি থ্রি মডেল। যা  পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে – ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। সেলে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ১৪,৭৪৯ রুপি আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৮,৭৪৯ রুপি। 


বিজ্ঞাপন


এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যা সমর্থন করে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। বিশেষ আকর্ষণ হল পিছনের দিকে দেওয়া ১.৭৪ ইঞ্চির মিনি ডিসপ্লে, যা ফোনের ডিজাইনকে আরও প্রিমিয়াম করে তোলে। শক্তিশালী ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর-এর সঙ্গে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের জন্য ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

lava

কম বাজেটের ব্যবহারকারীদের জন্য লঞ্চ হয়েছে লাভা বোল্ড  এন১। ফেস্টিভ অফারে মাত্র ৫৩৯৯ রুপিতে এটি পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। 

আরও পড়ুন: ফোন ভিজে গেলে কি বন্ধ করে রাখা উচিত?


বিজ্ঞাপন


এই ফোনে আছে ৬.৭৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দামে এমন ফিচার সত্যিই গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর