শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নতুন প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে বিনোদন খোঁজে’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

‘নতুন প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে বিনোদন খোঁজে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নতুন প্রজন্ম চলচ্চিত্র ও নাটকসহ বিভিন্ন বিনোদনের জন্য ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তারা প্রেক্ষাগৃহে কিংবা নাট‌্যশালায় যায় না তারা সোশ্যাল  মিডিয়ায় সিনেমা দেখে, তাদের বাদ দিয়ে এই শিল্পে  সফল হওয়া যাবে না।

মন্ত্রী প্রেক্ষাগৃহ নির্ভর চলচ্চিত্রের  প্রচলিত ব্যবস্থা ডিজিটাল মাধ্যম নির্ভর ব্যবস্থায় রূপান্তরে শিল্পী, কলাকৌশলী ও নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান।


বিজ্ঞাপন


মন্ত্রী গতরাতে ঢাকায় হোটেল সোনারগাঁয়ে এএমএবি আয়োজিত বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল ফেম এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সিনেমা বা চলচ্চিত্র সব সময়ই প্রযুক্তি নির্ভর শিল্প । এর সঙ্গে জড়িয়ে আছে নিত্যনতুন উদ্ভাবন।  গণযোগাযোগের ধারায় বিকাশমান একটি শিল্প হলো ডিজিটাল চলচ্চিত্র । নয়া প্রযুক্তিকে ধারণ করেই এর অগ্রযাত্রা । এখানে আছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। ছায়াছবির সাথে ভিজ্যুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সাথে সবচেয়ে ভাল যোগাযোগ স্থাপন করতে পারে এটি। 

মোস্তাফা জব্বার বলেন, সাপ্তাহিক চিত্রালীসহ দুই একটি বিনোদন পত্রিকার সঙ্গে ১৯৮৩ সালে মাসিক নিপুণ পত্রিকা সংযুক্ত হয়ে এ বিনোদন জগৎকে প্রিন্ট মিডিয়ায় তুলে আনা হয়। ডিজিটাল যুগের বাস্তবতায় আশির দশক কিংবা নব্বইয়ের দশকের বিনোদন মাধ‌্যমসমূহ নতুন প্রজন্মের কাছে ক্রমেই অচেনা হয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন


১৯৮৭ সালে সীসার হরফের পরিবর্তে কম্পিউটারে বাংলা ফন্ট তৈরি করার জন‌্য এ দেশে আমি একজন প্রোগ্রামার খুঁজে পাইনি। দিল্লীতে ভিন্নভাষী দেবেন্দ্র যোশী নামে একজন প্রোগ্রামারের সহযোগিতায় আমি কম্পিউটারে বাংলা সফটওয়‌্যার তৈরি করি। 

এএমএবির কর্ণধার রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে মমতাজ বেগম এমপি এবং  চলচ্চিত্র শিল্পাঙ্গনের নবীন ও প্রবীণ শিল্পী, কলাকৌশলী, নির্মাতা, স্থানীয় জনপ্রতিনিধি, টিভি ব‌্যক্তিত্বগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মন্ত্রী মনোনীত শিল্পিদের মধ‌্যে বাংলাদেশ ইন্টার‌ন‌্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২ হস্তান্তর করেন। বাংলাদেশ ইন্টার‌ন‌্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২ মনোনীতদের মধ‌্যে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, চলচ্চিত্র শিল্পী নতুন, রোজীনা, শাবনুর, নাঈম, দীঘি প্রমূখ ছিলেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর