স্মার্টফোনের ব্যবহারকারীদের একটি সাধারণ সমস্যা হলো ফোন হ্যাং হওয়া বা ধীর গতিতে কাজ করা। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ফোনের পারফরম্যান্স বজায় রাখতে স্টোরেজ খালি রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ সরানো, অ্যাপের ক্যাশ ও ডেটা পরিষ্কার করা, ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ বন্ধ করা, সফটওয়্যার আপডেট রাখা এবং নিয়মিত রিস্টার্ট করা জরুরি।
প্রথমেই ফোনের স্টোরেজ খালি রাখার পরামর্শ দেওয়া হয়। অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল মুছে বা বড় ফাইলগুলো ক্লাউড স্টোরেজ বা কম্পিউটারে সরিয়ে ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখা উচিত। স্টোরেজ ফাঁকা থাকলে ফোন দ্রুত কাজ করে এবং হ্যাং হওয়ার সমস্যা কমে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোনের পাসওয়ার্ড, প্যাটার্ন ভুলে গেলে করণীয়
দ্বিতীয় ধাপে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা গুরুত্বপূর্ণ। যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না বা খুব কম ব্যবহার করেন, সেগুলো সরিয়ে ফেললে ফোনের রিসোর্স বাঁচে। এরপর অ্যাপের ক্যাশ ও ডেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। সেটিংসে গিয়ে অ্যাপের ক্যাশে (Cache) ডেটা ক্লিয়ার করলে অ্যাপের পারফরম্যান্স ভালো থাকে।
ফোন হ্যাং হওয়ার আরেকটি কারণ হলো ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ। ব্যবহারকারীরা ফোনের সেটিংসে গিয়ে দেখতে পারেন কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করতে পারেন। একই সময়ে একাধিক অ্যাপ খোলা থেকেও ফোন ধীরগতির হতে পারে।
ফোনের সফটওয়্যার ও অ্যাপগুলো সবসময় আপডেট রাখা দরকার। নতুন সফটওয়্যার আপডেট অনেক বাগ ও ত্রুটি ঠিক করে এবং পারফরম্যান্স বাড়ায়। এছাড়াও ফোন নিয়মিত রিস্টার্ট করলে RAM খালি হয় এবং সিস্টেম আরও সতেজ থাকে।
বিজ্ঞাপন
অতিরিক্তভাবে, ডেভেলপার অপশনে গিয়ে ফোনের অ্যানিমেশন কমানো বা বন্ধ করলেও ফোন দ্রুত কাজ করে। এই সব নিয়ম মেনে চললে ব্যবহারকারীরা তাদের ফোনের হ্যাং হওয়ার সমস্যা অনেকটাই কমাতে পারবেন এবং স্মার্টফোনের কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে বজায় রাখতে পারবেন।
এজেড

