শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সূর্য ও চন্দ্রগ্রহণ কি মানুষের জীবনে প্রভাব ফেলে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

সূর্য ও চন্দ্রগ্রহণ কি মানুষের জীবনে প্রভাব ফেলে?

প্রাচীনকাল থেকেই সূর্য ও চন্দ্রগ্রহণ মানুষের কৌতূহল, বিস্ময় এবং ভয়ের কারণ হয়ে এসেছে। পৃথিবীর নানা দেশে এ দুই ধরনের গ্রহণকে কেন্দ্র করে অসংখ্য কুসংস্কার গড়ে উঠেছে। কোথাও বলা হয়, গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা উচিত নয়, গর্ভবতী নারী বাইরে বেরোলে সন্তানের ক্ষতি হতে পারে, আবার কোথাও বিশ্বাস করা হয় গ্রহণের সময় দুর্যোগ নেমে আসতে পারে। এসব ধারণা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসলেও আধুনিক বিজ্ঞানের আলোকে এর কোনো ভিত্তি নেই।

আসলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হচ্ছে একেবারেই প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়, একে বলা হয় সূর্যগ্রহণ। আবার পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ ঘটে। অর্থাৎ এ দুটি ঘটনা কেবলই সূর্য, পৃথিবী ও চাঁদের নির্দিষ্ট কক্ষপথে অবস্থানের কারণে ঘটে।


বিজ্ঞাপন


e8a35ca0-0971-11f0-b3d3-c1e31240c270

বিজ্ঞানীরা পরিষ্কারভাবে জানিয়েছেন, সূর্য বা চন্দ্রগ্রহণ মানুষের স্বাভাবিক জীবন, স্বাস্থ্য বা ভবিষ্যতের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই এ সময় সুরক্ষিত বিশেষ চশমা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: আগামীকাল সূর্যগ্রহণ হবে

অন্যদিকে, গ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কার যেমন গর্ভবতী নারীর উপর প্রভাব, খাওয়া-দাওয়া থেকে বিরত থাকা, বা অশুভ শক্তির প্রভাব—এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এগুলো মানুষের অজ্ঞানতা, ভীতি এবং ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাসের কারণে ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


24830260-0973-11f0-b3d3-c1e31240c270

গ্রহণ আসলে মহাজাগতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। পৃথিবীর মানুষ হাজার বছর ধরে এ দৃশ্য দেখে আসছে এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই সূর্য ও চন্দ্রগ্রহণকে ভয় বা কুসংস্কারের চোখে না দেখে জ্ঞান ও বিজ্ঞানের আলোকে বোঝাই শ্রেয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর