শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রক্তিম চন্দ্রগ্রহণ আজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

চন্দ্রগ্রহণ কবে
বছরের শেষ চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে।

বছরের শেষ চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। বাংলাদেশসহ পৃথিবীর একাধিক দেশ থেকে আজ ৭ সেপ্টেম্বর, রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজ রাত সাড়ে ৯টা থেকে গভীর রাত (বাংলাদেশ সময়) পর্যন্ত চলবে এই গ্রহণ। এই গ্রহণের সময় আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। কিন্তু কেন এই চাঁদের রং রক্তিম হয়, এর কারণ অনেকেই জানেন না, আসুন জেনে নিই।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কী


বিজ্ঞাপন


চাঁদের নিজস্ব কোনও আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তারপরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

আরও পড়ুন: আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

moon

কেন চাঁদের রং লাল


বিজ্ঞাপন


চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীপৃষ্ঠে পড়ে বিপরীত দিকে পৃথিবীর যে ছায়া ফেলে সেটা দুই ধরনের। মাঝখানের অপেক্ষাকৃত ঘন অন্ধকারকে বলা হয় ‘প্রচ্ছায়া’ (umbra) আর অপেক্ষাকৃত কম ঘন অন্ধকারকে বলা হয় ‘উপচ্ছায়া’ (penumbra)। সূর্যের আলো বায়ুম-লের মধ্য দিয়ে প্রতিসরিত হতে হতে পৃথিবীর যে দিকে চাঁদ অবস্থান করছে সে দিকের বায়ুমণ্ডলে চলে আসে। বায়ুমণ্ডলে প্রতিসরণের সময় স্বল্প তরঙ্গদৈর্ঘ্যরে রংগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য রঙের তুলনায় বেশি বলে খুব একটা বিক্ষিপ্ত না হয়েই লাল রং পৃথিবীর অপর দিকের বায়ুমণ্ডলে চলে আসে এবং এরপর চাঁদের বুকে প্রতিফলিত হয়। আর এ কারণেই আমরা লাল রঙের চাঁদ দেখতে পাই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর