মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনার ৪০০ লাইট: সাশ্রয়ী দামে ৫জি ফোন আনল অনার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

অনার ৪০০ লাইট: সাশ্রয়ী দামে ৫জি ফোন আনল অনার

ইন্টারনেট সংযোগ আরও দ্রুতগতির ও নির্ভরযোগ্য করে তুলতে সম্প্রতি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফাইভজি সেবা। আর ফাইভজি প্রযুক্তির সুবিধা সহজলভ্য করতে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৯৯ টাকা।  

দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। জুন ২০২৫-এ বাজারে আসা অনার ৪০০ -এর রেগুলার ও প্রো ভার্সনের পর এবার যোগ হলো অনার ৪০০ লাইট ফাইভজি সিরিজ।   


বিজ্ঞাপন


Image_1

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এ নিয়ে বলেন, আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে ফাইভজি প্রযুক্তির সুবিধা উপভোগে সক্ষম করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পথকে আরও গতিশীল করবে।

যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্যে অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন; যা অ্যানড্রয়েড ফোনের জগতে একটি নতুন সংযোজন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়।  

আরও পড়ুন: মটোরোলার ফ্লিপ ফোন Razr 60 এলো বিশেষ সংস্করণে


বিজ্ঞাপন


নতুন এই প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার অ্যাপারচার এফ/১.৭৫। এর ফলে, কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে ধরে রাখে। এমনকি রাতের বেলায় তোলা ছবিও আসে চমৎকার। এছাড়াও, স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা চোখের আরাম নিশ্চিত করে। 

Image_2

মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে, হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারেও ফোন নষ্ট হবার ঝুঁকি নেই। 

ফোনটির ৫২৩০ এমএএইচের লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে, যা দীর্ঘমেয়াদের ব্যবহারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

Image_3

অনার ৪০০ লাইট ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র‍্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই ধরনের সেটআপে গেমিং, স্ট্রিমিংসহ একইসময়ে একাধিক কাজ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি ফোন ভেলভেট গ্রে ও মার্স গ্রিন; এ দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর