শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগলের কড়া পদক্ষেপ, প্লে স্টোর থেকে সরানো হলো ৭৭টি ক্ষতিকর অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

গুগলের কড়া পদক্ষেপ, প্লে স্টোর থেকে সরানো হলো ৭৭টি ক্ষতিকর অ্যাপ

ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে গুগল আবারও বড় পদক্ষেপ নিল। সম্প্রতি প্লে স্টোর থেকে একসাথে ৭৭টি ক্ষতিকর অ্যাপ সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। তথ্য অনুযায়ী, এগুলো সরানোর আগে মোট প্রায় ১.৯ কোটি (১৯ মিলিয়ন) বার নামানো হয়েছিল। অর্থাৎ কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সম্ভাব্য ঝুঁকিতে ছিলেন।

আরও বড় পরিসরে অভিযান


বিজ্ঞাপন


সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক জানিয়েছে, শুধু ২০২৪ সালেই গুগল প্রায় ৪০ লাখ অ্যাপ সরিয়েছে। গড়ে প্রতিদিন ১১,০০০-এর বেশি অ্যাপ মুছে ফেলা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বাদ পড়েছে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘনের কারণে।

এছাড়া, গত বছরই প্রায় ১,৫৫,০০০ নির্মাতা হিসাব (ডেভেলপার অ্যাকাউন্ট) বন্ধ করেছে গুগল।

নির্মাতা যাচাই ও নতুন নিয়ম

অ্যাপ নির্মাতাদের জন্য গুগল আরও কঠোর নীতি প্রয়োগ করছে।


বিজ্ঞাপন


সাইডলোডেড অ্যাপ (অফিসিয়াল স্টোরের বাইরে বিতরণ হওয়া অ্যাপ) এর ক্ষেত্রেও এখন কেবল অনুমোদিত নির্মাতারা সুযোগ পাবেন।

কোনো অ্যাপ প্লে স্টোর থেকে সরানো হলেও তা ব্যবহারকারীর ফোন থেকে নিজে নিজে মুছে যাবে না। তবে সেটি আর হালনাগাদ (আপডেট) পাবে না।

যদি অ্যাপকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়, তবে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহারকারীকে সতর্ক করবে ও মুছে ফেলার পরামর্শ দেবে।

androd

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিশেষজ্ঞরা বলছেন, শুধু গুগলের কঠোর পদক্ষেপ যথেষ্ট নয়।

অ্যাপ নামানোর সময় অতিরিক্ত অনুমতি (পারমিশন) দেবেন না।

অচেনা বা সন্দেহজনক নির্মাতার অ্যাপ ব্যবহার করবেন না।

শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ নামান।

সার্ফশার্ক এই প্রক্রিয়াকে ‘অদৃশ্য ডিজিটাল পরিষ্কার অভিযান’ আখ্যা দিয়ে সতর্ক করেছে—এতে ব্যবহারকারীরা যেন ভুয়ো নিরাপত্তার ধারণায় না ভোগেন।

প্লে স্টোরে আসছে নতুন সুবিধা

অ্যানড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে স্টোরে একটি নতুন মুছে ফেলা বোতাম (আনইনস্টল বাটন) পরীক্ষা করছে।

প্রতিটি অ্যাপের নামের পাশেই সরাসরি মুছে ফেলার অপশন থাকবে।

এতে ব্যবহারকারীরা দূর থেকে (রিমোটলি) অ্যাপ মুছে ফেলতে পারবেন।

তবে একসাথে একাধিক অ্যাপ মুছে ফেলতে হলে আগের মতোই “অ্যাপস অ্যান্ড ডিভাইস ব্যবস্থাপনা” ব্যবহার করতে হবে।

নতুন হুমকি: অ্যানাটসা ক্ষতিকর সফটওয়্যার

সাইবার হুমকি গবেষণা প্রতিষ্ঠান জেডস্কেলার থ্রেটল্যাবস জানিয়েছে, অ্যানাটসা নামের ক্ষতিকর সফটওয়্যারের নতুন ধরন সম্প্রতি ৮৩১টিরও বেশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। তাদের মতে, গুগল যে ৭৭টি অ্যাপ সরিয়েছে, সেগুলো এই ক্ষতিকর সফটওয়্যার বহন করছিল।

আরও পড়ুন: যেসব লক্ষণে বুঝবেন আপনার স্মার্টফোন বদলানোর সময় হয়েছে

গুগলের এই পদক্ষেপ নিঃসন্দেহে অ্যাপ ইকোসিস্টেমকে পরিষ্কার রাখতে বড় ভূমিকা রাখবে। তবে ব্যবহারকারীরা যদি সতর্ক না হন এবং যাচাই না করা উৎস থেকে অ্যাপ নামাতে থাকেন, তবে সাইবার হুমকি পুরোপুরি ঠেকানো সম্ভব নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর