শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনল অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনল অপো

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো আবারও প্রযুক্তি জগতে সাড়া ফেলতে হাজির করেছে তাদের নতুন ফোন অপো এ৬ ম্যাক্স। শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা, উন্নত ডিসপ্লে ও ক্যামেরা সিস্টেমের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমানে এটি শুধুমাত্র চীনের বাজারে লঞ্চ হয়েছে।


বিজ্ঞাপন


বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং

অপো এ৬ ম্যাক্স-এর অন্যতম বড় আকর্ষণ এর ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ব্যবহারকারীদের দীর্ঘসময় নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে সক্ষম। কোম্পানির দাবি অনুযায়ী, এতে দেওয়া ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি মাত্র ২৪ মিনিটে ফোনটিকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। ফোনটিকে এসজিএস সনদপ্রাপ্ত করা হয়েছে, ফলে উচ্চ তাপমাত্রাতেও সহজে কাজ করতে সক্ষম।

উন্নত ডিসপ্লে ও টেকসই গ্লাস

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। রেজুলেশন ২৮০০ x ১২৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও স্ট্রিমিং থেকে গেমিংসবকিছুই হবে আরও মসৃণ। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ১৬০০ নিটস, যা রোদেও পরিষ্কার ভিউ প্রদান করবে। স্ক্রিন প্রটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস, যা একে আরও টেকসই করেছে।


বিজ্ঞাপন


oppo

উন্নত ক্যামেরা সিস্টেম

পেছনে: ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর + ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর

সামনে: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফি তুলতে এনে দেবে নতুন অভিজ্ঞতা।

শক্তিশালী পারফরম্যান্স

ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, সঙ্গে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ফলে ব্যবহারকারীরা পাবেন দ্রুত প্রসেসিং এবং পর্যাপ্ত স্টোরেজ সুবিধা।

নকশা ও টেকসই গঠন

ফোনটি বাজারে এসেছে দুটি রঙে স্ট্রিমার হোয়াইট ও রক মিস্ট ব্লু। এছাড়া এটি পেয়েছে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ ধুলো ও জলরোধী রেটিং। ফলে কঠিন পরিবেশেও ফোনটি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে।

দাম ও প্রাপ্যতা

চীনে অপো এ৬ ম্যাক্স-এর দাম রাখা হয়েছে ১৫৯৯ ইউয়ান। তবে আন্তর্জাতিক বাজারে কবে এটি আসবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো 

সব দিক বিচার করলে বলা যায়, অপো এ৬ ম্যাক্স বাজারে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। বিশাল ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ডিসপ্লে ও ক্যামেরা এবং টেকসই ডিজাইনের কারণে ব্যবহারকারীদের কাছে এটি নিঃসন্দেহে জনপ্রিয়তা পাবে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর