শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজের নামে অতিরিক্ত সিমকার্ড ডি-রেজিস্টার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

১০টির বেশি সিম থাকলে যা করতে হবে।
এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এক বিজপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল (ডি-রেজিস্টার) বা মালিকানা পরিবর্তন করতে হবে।


বিজ্ঞাপন


নিজের নামে কয়টি সিম আছে জানবেন যেভাবে 

গ্রাহকের মোবাইল নম্বর থেকে *16001# ডায়াল করার পর তার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে তা জানা যাবে।
sim-3-20230102161624

কীভাবে সিম ডি-রেজিস্টার করবেন

নিজের নামে কয়টি সিম আছে তা জানার পর মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। 

আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমারে আবেদন করতে হবে। 
sim-3-20230102161624

অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিলে সিম ডি-রেজিস্টার হয়ে যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর