শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাওমি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১০:০২ এএম

শেয়ার করুন:

শাওমি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক আনল

শাওমি সবসময়ই গ্রাহকদের জন্য স্টাইলিশ ও কার্যকর টেক অ্যাকসেসরি নিয়ে আসে। এবার তারা বাজারে আনলো নতুন আল্ট্রা-স্লিম ৫০০০এমএএইচ পাওয়ার ব্যাংক, যেটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দৈনন্দিন ব্যবহার ও সহজ বহনের জন্য। এর ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ আগস্ট সকাল ১০টায়। ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র ১৩৯ ইউয়ান (প্রায় ১৯ ডলার)।

এর আগে শাওমি ১০,০০০এমএএইচ ৪৫ ওয়াট ডিসপ্লে যুক্ত সংস্করণ, ১০,০০০এমএএইচ ৬৭ ওয়াট বিল্ট-ইন কেবল সংস্করণ এবং ১০,০০০এমএএইচ ৩৩ ওয়াট ম্যাগনেটিক কিকস্ট্যান্ড সংস্করণ বাজারে এনেছিল।


বিজ্ঞাপন


ডিজাইন ও গঠন

নতুন এই পাওয়ার ব্যাংকের পুরুত্ব মাত্র ১১.৮ মিমি এবং ওজন প্রায় ১১০ গ্রাম। ফলে এটি সহজেই পকেট বা ছোট ব্যাগে রাখা যায়। টেক্সচার্ড ফিনিশ থাকায় গ্রিপ আরও ভালো হয়। মিনিমালিস্টিক ডিজাইনটি শাওমির সাম্প্রতিক কমপ্যাক্ট ও স্টাইলিশ অ্যাকসেসরির ধারাবাহিকতাকে ধরে রেখেছে।

ব্যাটারি ও চার্জিং ক্ষমতা

এই পাওয়ার ব্যাংকে রয়েছে ৫০০০এমএএইচ কোবাল্ট লিথিয়াম সেল, যার রেটেড ক্যাপাসিটি ৩০০০এমএএইচ এবং এনার্জি রেটিং ১৯.২৫ ওয়াট-আওয়ার। শাওমির দাবি, ৩০০ পূর্ণ চার্জ সাইকেল পরও এটি কার্যক্ষমতার ৮০% ধরে রাখতে সক্ষম।


বিজ্ঞাপন


শাওমি স্মার্টফোনে বিল্ট-ইন কেবলের মাধ্যমে সর্বোচ্চ ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাংকটি নিজে সর্বোচ্চ ২০ ওয়াট ইনপুট চার্জিং নিতে পারে, ফলে দ্রুত চার্জ হয়ে যায়।

bank

বিল্ট-ইন কেবল ও টেকসই স্ট্র্যাপ

পাওয়ার ব্যাংকের শরীরের ভেতরেই চার্জিং কেবল বসানো হয়েছে, ফলে আলাদা তার বহন করতে হয় না। কেবলটি একটি ডিট্যাচেবল স্ট্র্যাপের সঙ্গে যুক্ত, যা ১০,০০০ বারের বেশি দোলানোর টেস্ট পাস করেছে। ফলে প্রতিদিনের ব্যবহার বা ভ্রমণের সময়ও এটি টেকসই থাকে।

নিরাপত্তা ও তাপ নিয়ন্ত্রণ

ডিভাইসটিতে একটি NTC টেম্পারেচার সেন্সর আছে, যা প্রতি মিনিটে প্রায় ২৪০ বার তাপমাত্রা পরিমাপ করে। এছাড়া ৩০০০ মিমি² গ্রাফাইট কপার ফয়েল স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, যা দ্রুত তাপ ছড়িয়ে দিয়ে চার্জিংকে স্থিতিশীল রাখে।

আরও পড়ুন: ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তপোক্ত ফোন আনছে রিয়েলমি

এতে রয়েছে নয় স্তরের সেফটি প্রোটেকশন—ওভার-কারেন্ট, ওভার-ভোল্টেজ, অতিরিক্ত তাপমাত্রা কিংবা শর্ট সার্কিটের ঝুঁকি কমায়। শুধু শাওমি নয়, হুয়াওয়ে ও অ্যাপলসহ বিভিন্ন স্মার্টফোন ও ছোট ইলেকট্রনিক্সের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।

হালকা, পাতলা, বিল্ট-ইন কেবলসহ ৫০০০এমএএইচ ক্ষমতার এই নতুন শাওমি আল্ট্রা-স্লিম পাওয়ার ব্যাংক একদিকে যেমন দৈনন্দিন ব্যবহারকে সহজ করবে, অন্যদিকে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী সুরক্ষা ফিচার দিয়ে ব্যবহারকারীর ভরসা জিতবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর