শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাড়িতে বিদ্যুৎ বিল কমানোর উপায় কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

বাড়িতে বিদ্যুৎ বিল কমানোর উপায় কী?

গরমে যেমন আরাম পেতে ফ্যান, আলো, এসি আর মোটরের ব্যবহার বাড়ে, তেমনই হু-হু করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। বিশেষজ্ঞদের মতে, সচেতনভাবে কিছু পরিবর্তন আনলেই প্রতি মাসে গড়ে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এতে কেবল খরচই কমবে না, পরিবেশও সুরক্ষিত থাকবে।

কেন সাশ্রয় জরুরি?

মাসে অতিরিক্ত ১০০ ইউনিট মানেই উচ্চতর ট্যারিফ স্ল্যাবে ঢুকে পড়া। এর ফলে মাসিক বিল বেড়ে যেতে পারে এক হাজার টাকা বা তারও বেশি। তাই এখনই বদল আনুন বিদ্যুৎ ব্যবহারে।

কীভাবে কমাবেন বিদ্যুৎ খরচ?

১. এনার্জি-সাশ্রয়ী ফ্যান ব্যবহার করুন

পুরনো ৮০ ওয়াটের সিলিং ফ্যান যদি প্রতিদিন ২০ ঘণ্টা চলে, তবে মাসে প্রায় ৪৮ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তিনটি ফ্যানকে বিএলডিসি প্রযুক্তির এনার্জি-সাশ্রয়ী ফ্যানে বদলালে মাসে প্রায় ৮৭ ইউনিট পর্যন্ত সাশ্রয় সম্ভব। খরচ উঠে আসবে ছয় থেকে আট মাসেই।


বিজ্ঞাপন


হাই_টু

২. আলোয় বদল আনুন

৪০ ওয়াটের টিউবলাইটের পরিবর্তে ১৮ ওয়াটের এলইডি টিউব ব্যবহার করলে, চারটি টিউবলাইট প্রতিদিন ১০ ঘণ্টা জ্বালালে মাসে প্রায় ২৬ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে।

৩. মোটর নিয়মিত পরিষ্কার করুন

পানি তোলার মোটর পরিষ্কার রাখলে কম বিদ্যুৎ খরচ হয়। এতে মাসে প্রায় ১০ ইউনিট পর্যন্ত সাশ্রয় হয়। পাইপলাইনে লিক থাকলে তা সারিয়ে ফেলুন, তাতেও খরচ কমবে।

৪. এসির সঠিক যত্ন নিন

প্রতি পনেরো দিনে একবার এসির কনডেনসার কয়েল পরিষ্কার করুন।

এসির তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখুন। এতে অতিরিক্ত লোড পড়বে না।

বিল

আধুনিক ফ্রিজ ও টিভির জন্য আর ভোল্টেজ স্ট্যাবিলাইজার দরকার নেই। অথচ এগুলি ব্যবহার করলে মাসে ৩০-৪৫ ইউনিট বিদ্যুৎ অযথাই খরচ হয়।

৫. ফ্যান্টম লোড বন্ধ করুন

চার্জার, টিভি, সেট-টপ বক্স ইত্যাদি প্লাগে লাগিয়ে রাখলে প্রতিমাসে ৫-১০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এগুলো ব্যবহার না করলে প্লাগ থেকে খুলে রাখুন।

আরও পড়ুন: বিদ্যুৎ বিল কম আসবে মানলে এ নিয়ম

অল্প কিছু সচেতনতা আর যন্ত্রপাতির যত্নেই প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এতে শুধু পরিবারের খরচ কমবে না, পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা রাখবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর