জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা বিনিময় মাধ্যম হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে এক নতুন ফিচার, যার নাম অতিথি চ্যাট (Guest Chat)। এই ফিচারের মাধ্যমে যাঁদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করা নেই, তাদের সঙ্গেও সরাসরি বার্তা পাঠানো যাবে। ফলে এটি একপ্রকার গেম চেঞ্জার হতে চলেছে ব্যবহারকারীদের জন্য।
প্রথমে বিষয়টি সামনে আনে হোয়াটসঅ্যাপ ট্রেকার বেটা ইনফো (WABetaInfo)। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, একটি বিশেষ আমন্ত্রণ লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এবং অ-ব্যবহারকারীর মধ্যে ওয়ান-অন-ওয়ান (একান্ত চ্যাট) চালু করা যাবে। তবে এর জন্য প্রাপকের হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট তৈরি করার দরকার হবে না। কেবল একটি ওয়েব ব্রাউজারে লিঙ্কটি খুললেই চ্যাট শুরু করা যাবে। এটি হোয়াটসঅ্যাপ ওয়েব-এর মতো কাজ করবে।
বিজ্ঞাপন
সম্প্রতি এই ফিচারটি দেখা গিয়েছে অ্যানড্রয়েড পরীক্ষামূলক সংস্করণ 2.25.22.13-এ। খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কবে এটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনও ঘোষণা হয়নি।
আরও পড়ুন: @followers ট্যাগের মাধ্যমে ফেসবুক এনগেজমেন্ট বাড়ানোর কার্যকর কৌশল
ব্যবহারকারীরা একটি লিঙ্ক তৈরি করে শেয়ার করতে পারবেন। প্রাপক সেই লিঙ্ক ব্রাউজারে খুললে একটি নিরাপদ চ্যাট উইন্ডো চালু হবে। এতে সরাসরি বার্তা বিনিময় করা যাবে, কিন্তু অ্যাপ ইনস্টল বা সাইন-আপ করতে হবে না।
তবে কিছু সীমাবদ্ধতাও থাকছে। অতিথি চ্যাটে শুধুমাত্র টেক্সট বা লিখিত বার্তা পাঠানো যাবে। ছবি, ভিডিও, জিআইএফ বা ভয়েস নোট শেয়ার করা যাবে না। একইভাবে গ্রুপ চ্যাট, ভয়েস কল বা ভিডিও কলও সাপোর্ট করবে না। মূলত নিরাপত্তা বজায় রাখা এবং সরল ব্যবহারের জন্যই হোয়াটসঅ্যাপ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
সবচেয়ে বড় সুবিধা হলো, এই অতিথি চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। অর্থাৎ শুধুমাত্র দুজন অংশগ্রহণকারী বার্তাগুলি দেখতে পারবেন, এমনকি হোয়াটসঅ্যাপও কনভারসেশনের কোনও তথ্য অ্যাক্সেস করতে পারবে না।
এজেড

