সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে। প্রতিদিনই ব্যবহারকারীদের ধরে রাখতে নতুন নতুন ফিচার আনছে বিভিন্ন সংস্থা। এবার ইনস্টাগ্রামে যোগ হচ্ছে দুটি বিশেষ ফিচার। এগুলো হলো টিকটকের মতো রিলস রিপোস্ট এবং স্ন্যাপচ্যাটের মতো লাইভ ম্যাপ। এর ফলে ইনস্টাগ্রাম শুধু ছবি শেয়ারিং অ্যাপ নয়, বরং আরও বহুমাত্রিক একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
রিলস রিপোস্ট: টিকটক স্টাইল
বিজ্ঞাপন
এখন থেকে যেকোনও ব্যবহারকারীর রিল রিপোস্ট করা যাবে।
আগে শুধুমাত্র স্টোরিতে শেয়ার করা যেত, এখন সরাসরি ফিডে রিপোস্ট সম্ভব।
রিপোস্টেড রিল আলাদা ফিড ও মূল ফিড—দুটিতেই দেখা যাবে।
লাইভ ম্যাপ: স্ন্যাপচ্যাটের অনুকরণে
বিজ্ঞাপন
ব্যবহারকারীরা চাইলে নিজেদের লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন।
বন্ধুদের অনুমতি থাকলেই তাদের অবস্থান দেখা যাবে।
Snapchat-এর Snap Map-এর মতোই ফিচার কাজ করবে।

প্রাইভেসি সুরক্ষা
ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে।
ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়ালি চালু করতে পারবেন।
এর ফলে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।
সমালোচনার মুখে Instagram
ক্রমাগত নতুন ফিচার আনার কারণে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হচ্ছেন।
অনেকে মনে করেন, Instagram এখন আর শুধু ফটো-শেয়ারিং অ্যাপ নয়, বরং অনেক জটিল হয়ে যাচ্ছে।
তবুও সংস্থাটি কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ বাড়াতে নিয়মিত নতুন টুল যোগ করছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ: এই কাজগুলো ভুলেও করবে না
ভবিষ্যতের দিকনির্দেশ
এই পরিবর্তনের মাধ্যমে Instagram স্পষ্ট করে দিচ্ছে যে, তারা শুধু ছবি শেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। বরং ভিডিও, লোকেশন ও ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ব্যস্ত রাখতে চাইছে। তবে পুরোনো Instagram পছন্দ করা ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই এই পরিবর্তনে সন্তুষ্ট নন।
এজেড

