আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত ঘুমানোর আগে পর্যন্ত আমরা ফোন ব্যবহার করি। তাই ফোনের ব্যাটারি চার্জিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেক সময় ফোন চার্জ শেষ হলেও চার্জিং অ্যাডাপ্টার সকেটে লাগানো থাকে। অনেকেই ভাবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সত্যি কি তাই? আসুন জেনে নিই।
চার্জিং অ্যাডাপ্টার ছেড়ে রাখার প্রভাব
১. অতিরিক্ত বিদ্যুৎ খরচ
ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে, ব্যাটারি পূর্ণ থাকলেও অ্যাডাপ্টার সকেটের সঙ্গে যুক্ত থাকলে এটি অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করে। যদিও আধুনিক চার্জারগুলো “স্ট্যান্ডবাই” মোডে চলে, তবুও কিছু পরিমাণ বিদ্যুৎ খরচ হয়।
আরও পড়ুন: আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে? বদলে ফেলুন এই সেটিংস
২. ব্যাটারির আয়ু কমানো
বিজ্ঞাপন
ফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে। যখন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলেও চার্জিং চালু থাকে, তখন হালকা অতিরিক্ত চার্জ প্রবাহিত হয়। দীর্ঘমেয়াদে এটি ব্যাটারির স্বাস্থ্য ও চার্জ ধরে রাখার ক্ষমতা কমিয়ে দিতে পারে।

৩. ফোনের তাপমাত্রা বৃদ্ধি
চার্জিং অ্যাডাপ্টার সকেটে লাগানো থাকলে ফোন বা চার্জারের চারপাশে তাপমাত্রা বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বৃদ্ধি পেলে ফোনের হিটিং সমস্যা দেখা দিতে পারে এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
সেফটির ঝুঁকি
যদি চার্জিং অ্যাডাপ্টার বা সকেটের মান কম হয়, দীর্ঘ সময় যুক্ত থাকলে শট সার্কিট বা বৈদ্যুতিক সমস্যার সম্ভাবনা থাকে। যদিও সচেতন ব্যবহারকারীরা অনেক সময় এমন ঝুঁকি এড়িয়ে যেতে পারেন।
কী করবেন?
চার্জিং শেষ হলে অ্যাডাপ্টার সরান: ফোন সম্পূর্ণ চার্জ হলে চার্জার বন্ধ করে খুলে দিন।
অপ্টিমাইজড চার্জিং ব্যবহার করুন: কিছু স্মার্টফোনে “স্মার্ট চার্জ” বা “ব্যাটারি প্রটেকশন” ফিচার থাকে, যা ব্যাটারি ক্ষতি কমায়।
গুণগত মানের চার্জার ব্যবহার করুন: অফিসিয়াল বা মানসম্মত চার্জার ব্যবহার করুন।
ফোনের তাপমাত্রা কম রাখুন: চার্জিং চলাকালীন ফোনের কভার খুলে রাখুন এবং সরাসরি সূর্য বা উষ্ণ স্থানে চার্জ করবেন না।

ফোনের চার্জিং শেষ হলেও চার্জার সকেটে লাগানো রাখা দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমাতে, তাপ বৃদ্ধি করতে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ
খরচ করতে পারে। তাই সবসময় চার্জ শেষ হলে অ্যাডাপ্টার খুলে রাখা ভালো অভ্যাস।
এজেড

