শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগলে ‘উল্কাবৃষ্টি’ লিখে সার্চ দিন আর ম্যাজিক দেখুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

গুগলের সার্চ বারে উল্কাবৃষ্টি লিখে সার্চ দিলে দেখুন কী হয়?
গুগলের সার্চ বারে উল্কাবৃষ্টি লিখে সার্চ দিলে দেখুন কী হয়?

আজকের ডিজিটাল যুগে তথ্য অনুসন্ধান শুধু নতুন তথ্য পাওয়ার মাধ্যম নয়, এটি অনেক সময় আকর্ষণীয় ও মজার অভিজ্ঞতা হিসেবেও পরিণত হয়। এরই মধ্যে গুগল একটি বিশেষ ফিচার এনেছে যা ব্যবহারকারীদের খোঁজাখুঁজি করার সময় মজার মুহূর্ত এনে দেয়। এর একটি উদাহরণ হলো ‘উল্কাবৃষ্টি’ শব্দটি গুগলে সার্চ করার পর স্ক্রিন জুড়ে উল্কাবৃষ্টি দেখা যাওয়া।

আরও পড়ুন: উল্কাবৃষ্টি কেন হয়? আজ রাতে উল্কা বৃষ্টি যেভাবে দেখবেন


বিজ্ঞাপন


যখন আপনি গুগলের সার্চ বারে ‘উল্কাবৃষ্টি’ লিখে সার্চ করবেন, তখন গুগল সার্চ পেজে ছোট ছোট উল্কাগুলো স্ক্রিনের ওপর থেকে নীচে ঝরে পড়তে থাকে, যা এক দারুণ ভিজ্যুয়াল এফেক্ট সৃষ্টি করে। এই ফিচারটি ব্যবহারকারীদের চোখকে আনন্দ দেয় এবং উল্কাবৃষ্টির সৌন্দর্য অনুভব করিয়ে দেয় ডিজিটাল মাধ্যমে।

উলকা

এ ধরনের ইন্টারঅ্যাক্টিভ সার্চ ইফেক্ট গুগলের এক অভিনব প্রচেষ্টা যা সার্চ অভিজ্ঞতাকে শুধু তথ্যভিত্তিক না রেখে মজার এবং আকর্ষণীয় করে তোলে। গুগলের এই চমকপ্রদ ফিচার ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে গুগল প্ল্যাটফর্মে রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন: আজ রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি


বিজ্ঞাপন


এই ফিচারটি বিশেষ করে মহাকাশ ও প্রকৃতি-প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। এছাড়া শিক্ষার্থীরা ও বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারীরাও এই রকম এফেক্টের মাধ্যমে বিষয়বস্তু আরও ভালোভাবে মনে রাখতে সক্ষম হন।

ASTROID

তাই, আপনি যদি কখনো ‘উল্কাবৃষ্টি’ বা অন্য কোনো মহাকাশীয় ঘটনার কথা জানার পাশাপাশি একটু মজাও করতে চান, তাহলে গুগলে ‘উল্কাবৃষ্টি’ লিখে সার্চ করুন এবং স্ক্রিন জুড়ে ঝরতে থাকা উল্কাগুলো উপভোগ করুন। এটা শুধু তথ্য নয়, এক ধরনের ডিজিটাল ম্যাজিক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর