শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়েলমি জিটি ৮ সিরিজ

রিয়েলমির এই ফোনে পাবেন বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

রিয়েলমি ফোনের দাম ২০২৫
রিয়েলমির এই ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে।

রিয়েলমি তাদের জনপ্রিয় জিটি সিরিজে নতুন সংযোজন আনতে চলেছে। কোম্পানি শিগগিরই রিয়েলমি জিটি সিরিজ লঞ্চ করবে এই সিরিজে থাকছে দুটি মডেল এগুলো হলো রিয়েলমি জিটি এবং রিয়েলমি জিটি প্রো।


বিজ্ঞাপন


সম্প্রতি সিরিজের প্রো ভ্যারিয়েন্ট নিয়ে একাধিক লিক প্রকাশিত হলেও এবার বেস ভ্যারিয়েন্ট জিটি সম্পর্কেও বড় তথ্য সামনে এসেছে। চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে টিপস্টার স্মার্ট পিকাচু জানিয়েছেন, জিটি মডেলে ৬.৬ ইঞ্চির স্ট্রেট ডিসপ্লে দেওয়া হতে পারে।

ব্যাটারিতে বড় আপগ্রেড

নতুন এই স্মার্টফোনের অন্যতম বিশেষত্ব হতে পারে এর ব্যাটারি ক্ষমতা। টিপস্টারের দাবি, রিয়েলমি জিটি মডেলে প্রায় ৭০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেবে। যদিও ব্যাটারির চার্জিং স্পিড সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে রিয়েলমির পূর্ববর্তী ফ্ল্যাগশিপ মডেলগুলির অভিজ্ঞতা অনুযায়ী দ্রুত চার্জিং সুবিধা থাকবেই বলে আশা করা হচ্ছে। এই ফোনটি গত বছরের সফল জিটি -এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে নতুন জিটি সিরিজ অক্টোবর মাসে লঞ্চ হবে।

phn


বিজ্ঞাপন


পূর্ববর্তী মডেল জিটি -এ ছিল ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে, যা ৬০০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করত। স্ক্রিন সুরক্ষার জন্য ছিল আর্মর শেল গ্লাস। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ছিল সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x র‍্যাম ও ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ অপশন, সঙ্গে ডাইমেনসিটি 9400e প্রসেসর।

ক্যামেরা ও ব্যাটারি ফিচার

জিটি মডেলের ক্যামেরা সিস্টেম ছিল অত্যাধুনিক, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত ছিল। সেলফির জন্য দেওয়া হয়েছিল ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে ছিল ৭০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করত।

আরও পড়ুন: ৬০০০ এমএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০ বাজারে

রিয়েলমি জিটি সিরিজ নিয়ে বাজারে আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। শক্তিশালী ব্যাটারি, আধুনিক ডিসপ্লে এবং উন্নত পারফরম্যান্স ফিচার নিয়ে এটি শাওমি, আইকু এবং ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। অক্টোবর মাসে লঞ্চের পরই বোঝা যাবে নতুন মডেলটি গ্রাহকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর